এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআই তল্লাশিতে কাঁপছে তৃনমূল ! মুখরক্ষায় ফের নাটুকে বার্তা মমতার ? সোচ্চার বিজেপি!

সিবিআই তল্লাশিতে কাঁপছে তৃনমূল ! মুখরক্ষায় ফের নাটুকে বার্তা মমতার ? সোচ্চার বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার সকাল থেকেই শহরজুড়ে একের পর এক হেভিওয়েটের বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। মদন মিত্রের বাড়ি থেকে দীর্ঘ তল্লাশি পর বেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত ফিরহাদ হাকিমের বাড়িতে সেই তল্লাশি চলছে। তাকে জেরা করার প্রক্রিয়া শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বলে খবর। আর এই পরিস্থিতিতে এবার কি সেই সিবিআই তল্লাশিতে ভয় পেতে শুরু করেছে রাজ্যের শাসক দল? যারা মুখে বড় বড় কথা বলে, যারা বলে যে, তারা নাকি এক পয়সা দুর্নীতির সঙ্গে জড়িত নন, একের পর এক সিবিআই তল্লাশির পর সেই তৃণমূলের একটি পোষ্ট দেখে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিজেপি। তারা বলছে, তৃণমূলের গ্যাস বেলুনের হাওয়া এবার বেড়িয়ে গেল। সিবিআই তল্লাশি করছে প্রকৃত সত্য সামনে আনার জন্য। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সোশ্যাল মিডিয়া টিমকে দিয়ে পোস্ট করিয়ে বোঝাতে চাইছেন যে, তাদের দলের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা প্রতিহিংসা পরায়ন আচরণ করছে। কিন্তু এইসব করে দোষীরা রেহাই পাবে না বলেই দাবি একাংশের।

প্রসঙ্গত, যখন একের পর এক জায়গায় এদিন সিবিআইয়ের তল্লাশি শুরু হয়েছে, তখন এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস। যেখানে শাসক দল লেখে, “ক্ষমতায় থাকা মানুষের থেকে মানুষের ক্ষমতা অনেক বেশি। আমরা কারও কাছে মাথা নত করব না।” অনেকে বলছেন, তৃণমূল এই পোস্ট করে বুঝিয়ে দিচ্ছে যে, তারা যে ধর্না কর্মসূচি করছে, তাতে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। সেই জন্য তারা সিবিআইকে দিয়ে ধরনের তল্লাশি করিয়ে তাদেরকে কব্জা করার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ তৃণমূল এক কথায় বোঝানোর চেষ্টা করছে যে, সিবিআইকে বিজেপি ব্যবহার করে। কিন্তু এক্ষেত্রে পাল্টা যুক্তি দিয়ে বিজেপির ঘনিষ্ঠ মহল দাবি করছে, সিবিআই এবং ইডিকে যদি বিজেপি ব্যবহারই করত, তাহলে তাদের কথামতই কেন্দ্রীয় এজেন্সি চলত। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় বিজেপির অনেক নেতাও অসন্তুষ্ট। ইতিমধ্যেই তৃণমূলের বোধহয় নেতারাও সেই খবর দেখতে পেয়েছেন। তাই তাদের এই ধরনের অভিযোগ অন্তত সাধারণ মানুষ বিশ্বাস করবেন না। তারা বুঝতে পেরেছেন, তাদের নেতাদের বিরুদ্ধে এবার পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাই এই ধরনের কথা বলে আসর জমানোর চেষ্টা করছে তৃণমূল বলেই দাবি সমালোচকদের।

এদিন তৃণমূলের এই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বিজেপির তরফে তীব্র কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, পেছন থেকে চরম নাটক করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও খুব ভালো মতো জানেন, কেন্দ্রীয় এজেন্সি যে তদন্ত করছে, তা আদালতের নির্দেশে হচ্ছে। আর যে সমস্ত নেতার বাড়িতে সেই তল্লাশি শুরু হয়েছে, তা থেকে কোনো গোপন ভয়াবহ তথ্য উঠে আসতে পারে। আর সেই তথ্যে আগামী দিন তৃণমূলের অনেক শীর্ষ নেতা, যারা বড় বড় গলায় দাবি করেন যে, তাকে ফাঁসির মঞ্চে তুলে দিলেও তার কিছু যায় আসে না। তারও এই সমস্ত বক্তব্য ধূলিসাৎ হয়ে যাবে। ফলে কার্যত ধরা পড়ে যাওয়ার আশঙ্কাতেই এখন তৃণমূল ড্যামেজ কন্ট্রোল করতে এই ধরনের কথা বলে নাটক করছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এতই যখন তৃণমূল নিজেদের সততার দল বলে দাবি করে, তাহলে তাদের দলের সর্বোচ্চ নেতা কেন বারবার রক্ষাকবচ নিয়ে জেরার মুখোমুখি হন? কেন তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনাসামনি হওয়ার মতো মুরোদ নেই? রাজ্যজুড়ে বিভিন্ন নেতা মন্ত্রীর বাড়িতে যে তল্লাশি শুরু হয়েছে, তাতে তৃণমূলের সহযোগিতা করা উচিত। কিন্তু সেইখানে দাঁড়িয়ে “মাথা নত করবেন না” বলে বড় বড় ডায়লগ দিয়ে তৃণমূল খবরের শিরোনামে আসতে পারে। কিন্তু মানুষকে ভুল বোঝাতে পারবে না। তদন্তকে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করলে আখেরে তাদেররই বড় ক্ষতি হতে পারে। তাই অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া টিমকে দিয়ে এই ধরনের নাটক করানোর কাজগুলো বন্ধ করুন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!