এখন পড়ছেন
হোম > জাতীয় >  প্রকাশ্যে ধূমপান নিয়ে আরও কড়া কেন্দ্র, বড়সড় পরিবর্তন আইনে, জানুন বিস্তারিত

 প্রকাশ্যে ধূমপান নিয়ে আরও কড়া কেন্দ্র, বড়সড় পরিবর্তন আইনে, জানুন বিস্তারিত

অতীতে বহুবার প্রকাশ্যে ধূমপানের ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। কিন্তু তবুও তামাকজাতীয় সুখটানকে বিদায় জানাতে পারেনি অনেকেই। তবে এই সুখটান আর বেশি দিন যে কার্যকর হবে না তা এবার এক নির্দেশ জারি করে স্পষ্টতই বুঝিয়ে দিল দেশের কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, প্রকাশ্যে ধূমপান আটকাতে গত ২৫ অক্টোবর “প্রহিবিশন অফ অ্যাডভার্টাইজমেন্ট এন্ড রেগুলেশন্স অফ ট্রেড অ্যান্ড কমার্স প্রোডাকশন, সাপ্লাই এন্ড ডিস্টিবিউশন” বা কটপা আইন মোতাবেক একটি নির্দেশনামা জারি করে দেশের সমস্ত রাজ্যকে পাঠিয়ে দিয়েছেন। যেখানে 4 এবং 6 নম্বর ধারাতে পস্টতই বলা আছে যে, কম বয়সীদের সিগারেট এবং তামাকজাত পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা এবং স্কুল ,কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে এইসব তামাকজাত দ্রব্য বিক্রি করলে দুশো টাকা জরিমানা ধার্য করা হবে। কিন্তু এই জরিমানা করবেন কারা?

জানা গেছে, পুলিশ কর্মীদের পাশাপাশি এই জরিমানার ক্ষমতা দেওয়া হয়েছে পুর দপ্তরের বিভিন্ন আধিকারিকদের হাতেও। ইতিমধ্যেই এই নিয়ম হিমাচল প্রদেশ সরকার জারি করলে দেশের প্রতিটি রাজ্যে দ্রুত এই নিয়ম বিজ্ঞপ্তি আকারে জারি করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় যুগ্মসচিব। কিন্তু এই নিয়ম পালন বাংলার পক্ষে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কেননা কলকাতা পুলিশের ক্ষেত্রে হেড কনস্টেবল সংখ্যা খুবই কম। ফলে জরিমানা আদায়ের জন্য সমতুল্য হাবিলদার পদকেই দায়িত্ব দিতে হবে বলে মনে করছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা।

পাশাপাশি এএসআইরাও এই জরিমানা আদায় করতে পারবেন। অন্যদিকে দ্রুত দেশের প্রতিটি রাজ্যে এই নির্দেশনামা জারির পক্ষে সওয়াল করেছেন ডাক্তার পংকজ চতুর্বেদির সংস্থা “সম্বন্ধ ফাউন্ডেশনের” ট্রাস্টি সঞ্জয় শেঠ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত উল্লেখ্য, একটি সমীক্ষায় দেখা গেছে যে, এই তামাকজাত দ্রব্য সেবনের জন্য ভারতের সিংহভাগ মানুষের মৃত্যু ঘটে। ইতিমধ্যে রাজ্যের কলকাতা হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরের মত জেলাগুলিতে এই ধূমপান নিষিদ্ধ করা হলেও পাকাপাকিভাবে গোটা রাজ্যে এখন কেন্দ্রীয় এই নির্দেশের জেরে কবে বন্ধ হয় প্রকাশ্যে ধূমপান! সেই দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!