এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চীনকে আবার সপাটে চাবুক মোদীর! চাপে পরে লকডাউনের ফাঁকে কেনা HDFC-এর শেয়ার বেচল চীনা ব্যাঙ্ক

চীনকে আবার সপাটে চাবুক মোদীর! চাপে পরে লকডাউনের ফাঁকে কেনা HDFC-এর শেয়ার বেচল চীনা ব্যাঙ্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে চীন আগ্রাসী মনোভাব দেখাতেই ভারতের পক্ষ থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চীনকে রীতিমত কোণঠাসা করা হয় বলে জানা গেছে। অন্যদিকে করোনা আবহের শুরু থেকেই রীতিমতো চীন রীতিমত ব্রাত্য হতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে বলে জানা যাচ্ছে। উপরন্তু যেভাবে উপমহাদেশ ভারতের দিকে চীন সরকার হাত বাড়িয়ে ছিল তা নিয়েও তুমুল সমালোচনা হয় চিনের বলে খবর।  অন্যদিকে চীনকে ব্যাবসায়িক দিক থেকে ছেঁটে ফেলার কাজ অনেক আগেই শুরু করে দেয় ভারত।

সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই চীনের 59 টি চীনা অ্যাপ্লিকেশন ভারতের বুক থেকে নিষিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে। এবং ভারতের যেসব প্রকল্পে চীনা অংশীদারিত্ব ছিল সেগুলো এক এক করে বন্ধ হবার পথে। ঠিক সেরকমই চীনকে ভারত সরকার এবার এমন চাপে ফেললো, যাতে চিন তাঁর অংশীদারিত্ব নিজে থেকেই বিক্রি করে দিল বলে জানা গেছে। সূত্রের খবর, করোনা এবং লকডাউনের মাঝেই চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনার তরফ থেকে এইচডিএফসি ব্যাংকের শেয়ার কেনা হয়েছিল।

যখন শেয়ার কিনেছিল চীন তখন ভারতের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক ছিল বলেই জানা যায়। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে যেভাবে উত্তেজনা সৃষ্টি হয় ভারত এবং চীনের মধ্যে, সে সময় মোদি সরকারের পক্ষ থেকে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ করে দেওয়ার কথা ঘোষণা হয়। কিন্তু তা সত্ত্বেও বিরোধীরা প্রশ্ন তোলে, এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার চীনের হাতে তুলে দেওয়া হয়েছে, তার কি হবে? এমনকি অনেকেই প্রশ্ন তোলেন, ভারত সরকার একদিকে চীনা বিরোধিতা করছে, অন্যদিকে ব্যাংকের শেয়ার চীনের হাতে তুলে দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীদের মুখ বন্ধ করার পাশাপাশি এবার চীনকেও কড়া শিক্ষা দিতে ব্যবস্থা গ্রহণ করল মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিদেশি বিনিয়োগের নিয়মে একটি বড় বদল আনে। যার ফলে বিদেশি বিনিয়োগের নিয়মটি হয়ে যায় আরো কড়া। যার ফলে চীনের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ চায়না এইচডিএফসি থেকে নিজেদের অংশীদারিত্ব ইতিমধ্যেই বিক্রি করে দেয় বলে জানা গেছে। গত এপ্রিলে চায়না এইচডিএফসির 1.01 শতাংশ শেয়ার কিনেছিল। এর ফলে ভারতের বুকে চীনের বিনিয়োগ মূল্য ছিল 3300 কোটি টাকা বলে জানা গেছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার যেভাবে একের পর এক ব্যবসায়ীক রাস্তা বন্ধ করছে চীনের উদ্দেশ্যে, তাতে বেজিংয়ের ওপর যথেষ্ট স্নায়বিক চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত সমস্যার প্রথম থেকেই চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারত। উপরন্তু গন্ডগোলের জেরে ভারতের কুড়িজন জোয়ান শহিদ হওয়াতে ক্ষোভে ফেটে পড়ে ভারতবাসী। এই অবস্থায় ভারত সরকার যেভাবে চীনকে ছেঁটে ফেলার কাজে নেমে পড়েছে, তাতে ভারতবাসীর আবেগকে যে কেন্দ্রীয় সরকার ছুঁতে পারছে সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!