এখন পড়ছেন
হোম > জাতীয় > আতঙ্ক বাড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় থাকা তিন ব্যক্তির করোনা পজেটিভ! জোর চাঞ্চল্য!

আতঙ্ক বাড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় থাকা তিন ব্যক্তির করোনা পজেটিভ! জোর চাঞ্চল্য!

ভারতবর্ষের মধ্যে যে রাজ্যে সব থেকে বেশি করোনা ভয়াবহতা তৈরি হয়েছে, তা হল মহারাষ্ট্র। কোনোমতেই এখানকার পরিস্থিতি বাগে আনা যাচ্ছে না। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা তিন কনস্টেবলের করোনা পজিটিভ ধরা পড়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল।

বস্তুত, এটি এমন একটি ভাইরাস, যার প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। যে ভয় পায় না কোনো হেভিওয়েট ব্যক্তিকে। বিন্দুমাত্র অসচেতন হলেই শরীরে প্রবেশ করছে এই ভাইরাস। যার ফলে ক্রমশ আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা 170 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর এবার তার বাড়ির সামনে তিন কনস্টেবলের শরীরে এই ভাইরাস দেখা দেওয়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হল।

জানা গেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাসস্থান মাতশ্রীতে এক চায়ের দোকানে কিছুদিন আগেই এক কর্মচারী অসুস্থ হয়ে পড়েছিলেন। যার পরীক্ষা করার পরেই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আর এরপরেই সেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। ফলে এখন যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত মহারাষ্ট্রের মানুষদের মধ্যে আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মত ব্যক্তিত্বের নিরাপত্তারক্ষীরাই যদি করোনার করালগ্রাস থেকে মুক্তি না পায়, তাহলে সাধারণ মানুষ তো অনেক দূরে। সেক্ষেত্রে এখন পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাতে অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণ না করলে মহারাষ্ট্র আরও হাতের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার ছাড়িয়ে গিয়েছে। মারা গিয়েছেন 459 জন মানুষ। আর এমতাবস্তায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের নিয়ে এই খবর রীতিমত হতাশ করছে সেখানকার বাসিন্দাদের। ফলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!