এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভার লড়াই: কুচবিহার লোকসভা ও অন্তর্গত বিধানসভার সর্বশেষ জনমত সমীক্ষার ফলাফল

লোকসভার লড়াই: কুচবিহার লোকসভা ও অন্তর্গত বিধানসভার সর্বশেষ জনমত সমীক্ষার ফলাফল


আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বাংলার ৪২ টি লোকসভা আসনের সাম্ভাব্য ফলাফল কি হতে পারে – প্রতিটা বিধানসভা ধরে ধরে আমরা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। এর আগে আমরা পর্যায়ক্রমে ৩ টি সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরি – লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটি আমাদের চতুর্থ স্যাম্পল সার্ভে। এরপর প্রার্থী তালিকা প্রকাশিত হলে আমরা আরেকবার ওপিনিয়ন পোল করব ও পরবর্তীকালে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে এক্সিট পোল আপনাদের সামনে নিয়ে আসব। এবারের সমীক্ষার বিস্তারিত আগামী ৭ দিনের মধ্যেই আপনাদের সম্পূর্ণভাবে তুলে ধরা হবে।

বিধিবদ্ধ সতর্কীকরণ – এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। এই সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে –
১. সমীক্ষার কাল – ২৩ শে জানুয়ারী থেকে ৭ ই ফেব্রুয়ারী, ২০১৯
২. প্রতিটি লোকসভার প্রতিটি বিধানসভায় এই সমীক্ষা চালানো হয়েছে
৩. প্রতিটি বিধানসভার অন্তত ১০% বুথে এই সমীক্ষা করা হয়েছে
৪. যে বুথে এই সমীক্ষা করা হয়েছে তার অন্তত ৩৫-৫০ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে
৫. মোট ৩ লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে
৬. রাজনৈতিক নেতাদের দলবদল এই সমীক্ষার একটি বড় প্রভাব হিসাবে ধরা হয়েছে
৭. রাজ্যের প্রধান চার রাজনৈতিক দল পৃথক-পৃথক ভাবে লড়াই করছে, কোন জোট হচ্ছে না ধরে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ কুচবিহার লোকসভা ও এই লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার (মাথাভাঙ্গা, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা ও নাটাবাড়ি) সমীক্ষা প্রকাশ করা হল। প্রথমেই দেখে নেওয়া যাক কুচবিহার লোকসভার অন্তর্গত বিধানসভাগুলির সাম্ভাব্য ফলাফল –

১. মাথাভাঙ্গা
তৃণমূল কংগ্রেস – ৩৭%
বিজেপি – ৪০%
বামফ্রন্ট – ১৮%
কংগ্রেস – ১%
অন্যান্য – ৩%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ৪,০০০ – ৮,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

২. কুচবিহার উত্তর
তৃণমূল কংগ্রেস – ৩২%
বিজেপি – ৩৭%
বামফ্রন্ট – ২২%
কংগ্রেস – ৫%
অন্যান্য – ৩%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ৮,০০০ – ১২,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৩. কুচবিহার দক্ষিণ
তৃণমূল কংগ্রেস – ৩৮%
বিজেপি – ৩৬%
বামফ্রন্ট – ২০%
কংগ্রেস – ২%
অন্যান্য – ৩%
নোটা – ১%

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ২,০০০ – ৬,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৪. শীতলকুচি
তৃণমূল কংগ্রেস – ৩৭%
বিজেপি – ৪২%
বামফ্রন্ট – ১৫%
কংগ্রেস – ২%
অন্যান্য – ৩%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ১০,০০০ – ১৪,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৫. সিতাই
তৃণমূল কংগ্রেস – ৩৭%
বিজেপি – ৩৫%
বামফ্রন্ট – ২১%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ৩%
নোটা – ১%

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৩,০০০ – ৭,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৬. দিনহাটা
তৃণমূল কংগ্রেস – ৩৩%
বিজেপি – ৩৯%
বামফ্রন্ট – ২২%
কংগ্রেস – ১%
অন্যান্য – ৪%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ১১,০০০ – ১৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

৭. নাটাবাড়ি
তৃণমূল কংগ্রেস – ৩৮%
বিজেপি – ৩৫%
বামফ্রন্ট – ২০%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ৩%
নোটা – ১%

তৃণমূল কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৪,০০০ – ৮,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

অর্থাৎ কুচবিহার লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার মধ্যে ৩ টি তৃণমূল কংগ্রেস ও ৪ টি বিজেপি দখল করতে পারে। এখন দেখে নেওয়া যাক, কুচবিহার লোকসভার সাম্ভাব্য ফলাফল কি হতে চলেছে –

তৃণমূল কংগ্রেস – ৩৬%
বিজেপি – ৩৮%
বামফ্রন্ট – ২০%
কংগ্রেস – ২%
অন্যান্য – ৩%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে ২৫,০০০ – ৫০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

সমগ্র রাজ্যের প্রিয়বন্ধু মিডিয়ার করা সমীক্ষার ফল একনজরে –
মোট লোকসভা আসন – ৪২
এখনো পর্যন্ত প্রকাশিত সমীক্ষা – ১
তৃণমূল কংগ্রেস – ০
বিজেপি – ১
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

মোট বিধানসভা আসন – ২৯৪
এখনো পর্যন্ত প্রকাশিত সমীক্ষা – ৭
তৃণমূল কংগ্রেস – ৩
বিজেপি – ৪
বামফ্রন্ট – ০
কংগ্রেস – ০
অন্যান্য – ০

পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মার্চ, ২০১৯-এর সমীক্ষার লিঙ্ক –
১. কুচবিহার – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২. আলিপুরদুয়ার – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩. জলপাইগুড়ি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪. দার্জিলিং – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৫. রায়গঞ্জ – সাম্ভাব্য বিজয়ী বামফ্রন্ট (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৬. বালুরঘাট – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৭. মালদা উত্তর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৮. মালদা দক্ষিণ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৯. জঙ্গিপুর – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১০. বহরমপুর – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১১. মুর্শিদাবাদ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১২. কৃষ্ণনগর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৩. রানাঘাট – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৪. বনগাঁ – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

১৫. ব্যারাকপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৬. দমদম – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৭. বারাসত – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৮. বসিরহাট – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৯. জয়নগর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২০. মথুরাপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২১. ডায়মন্ড হারবার – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

২২. যাদবপুর – সাম্ভাব্য বিজয়ী বামফ্রন্ট (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৩. কলকাতা দক্ষিণ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৪. কলকাতা উত্তর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৫. হাওড়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৬. উলুবেড়িয়া – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৭. শ্রীরামপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৮. হুগলি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

২৯. আরামবাগ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩০. তমলুক – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩১. কাঁথি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩২. ঘাটাল – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৩. ঝাড়গ্রাম – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৪. মেদিনীপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৫. পুরুলিয়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৩৬. বাঁকুড়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৭. বিষ্ণুপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৮. বর্ধমান পূর্ব – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৯. বর্ধমান দুর্গাপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪০. আসানসোল – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪১. বোলপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪২. বীরভূম – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!