এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসকে প্রবল কটাক্ষ এনসিপি সুপ্রিমোর, বিশবাঁও জলে মহাজোটের ভবিষ্যৎ?

কংগ্রেসকে প্রবল কটাক্ষ এনসিপি সুপ্রিমোর, বিশবাঁও জলে মহাজোটের ভবিষ্যৎ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত একুশে জুলাই এর মঞ্চ থেকে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর দিল্লিতে বিরোধী দলগুলোকে একজোট করার প্রচেষ্টা করেছেন তিনি। তবে বিরোধী জোট বা মহাজোট নিয়ে বড়োসড়ো প্রশ্ন তুলে দিলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। কংগ্রেসকে প্রবল কটাক্ষ করলেন তিনি। বিরোধী জোটের নেতৃত্ব দিতে চায় কংগ্রেস, যার প্রবল বিরোধিতা করলেন শারদ পাওয়ার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার জানালেন যে, এক সময় হাজার হাজার একর জমি ছিল, হাভেলি ছিল, এখন না আছে জমি, না আছে হাভেলি সংস্কার করার সংগতি। অথচ ঘুম থেকে উঠে কংগ্রেসের নেতারা বলছেন যে, তাঁরা হলেন জমিদার। একসময় তাঁদের কাছে জমি ছিল। কিন্তু এখন আর মালিকানা তাদের হাতে নেই। উত্তরপ্রদেশের সেই সমস্ত জমিদারের মত অবস্থা হয়েছে কংগ্রেসের।

এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, একসময় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কংগ্রেসের উপস্থিতি ছিল। কিন্তু এখন আর তা নেই। এই বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে কংগ্রেসকে। এই সত্যিটা যেদিন মেনে নিতে পারবে কংগ্রেস, সেদিন দেখা যাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের নৈকট্য বাড়তে শুরু করেছে। জোটের নেতৃত্ব দিতে কংগ্রেসের নাছোড়বান্দা মনোভাবের বিরোধিতা করেছেন তিনি। এ বিষয়ে তিনি আরও জানিয়েছে যে, সমস্ত দল বিশেষ করে তাঁর দলের কর্মীরা কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে ইচ্ছুক নন। তার বক্তব্য বিশবাঁও জলে ফেলে দিলো মহাজোটের ভবিষ্যৎকে, এমনটাই বিশ্লেষকদের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!