এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ছাত্র রাজনীতির দুর্নীতি- আমরা প্রতিবাদ করছি তাই মানুষ জানতে পারছে : পার্থ চ্যাটার্জী

ছাত্র রাজনীতির দুর্নীতি- আমরা প্রতিবাদ করছি তাই মানুষ জানতে পারছে : পার্থ চ্যাটার্জী

দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে টাকা দিয়ে ছাত্র ভর্তির অভিযোগ উঠেছিল শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সম্প্রতি দলের কোর কমিটির মঞ্চ থেকে দলীয় ছাত্র সংগঠনকে এব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় দলের ছাত্র নেতাদের বিরুদ্ধে যে ভর্তিতে টাকা নেওয়ার অভিযোগ আসছে তা রোধ করতেই শনিবার ঝাড়গ্রামের কেচোন্দায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” কলেজে ভর্তি নিয়ে কোনো তোলাবাজি বরদাস্ত করা হবে না। আমরা এই ঘটনার শেষ দেখতে চাই।এটা দীর্ঘদিনের ব্যাধি। আগে কেউ প্রতিবাদ করত না তাই জানতে পারত না। এখন মানুষ প্রতিবাদ করছে আর তাই সকলে জানতে পারছে। সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে সমস্ত জায়গায় ঘাসফুল নিজেদের দাপট অব্যাহত রাখলেও জঙ্গলমহলে শাসক তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত পার্থ চট্টোপাধ্যায় তৃনমূলের সেই পুরোনো ভোটব্যাংকে ফেরাতেই তৎপর হন। তিনি বলেন, “আপনারা অভিমান করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। রাজ্যের সার্বিক উন্নয়নে আপনাদের সাহায্য দরকার।

em>আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জঙ্গলের আদিবাসী মানুষদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বার্তা, আপনারা একসময় অনেক বিদ্রোহ করেছেন। এখনো তৈরি থাকতে হবে। সমাজকে ভাগ করার যে চেষ্টা করছে সেই চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। পশ্চিমবঙ্গ সরকার আদিবাসীদের উন্নয়নে সবসময় আপনাদের পাশে রয়েছে।” আর এরপরই সভামঞ্চ থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী কলেজে ছাত্র ভর্তিতে টাকা নেওয়ার বিরুদ্ধে মুখ খোলেন। সেখানেই তিনি বলেন যে,”যে যে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে নিয়ে খুব সম্প্রতি একটি বৈঠক ডাকা হবে এবং সেখানে যদি প্রমাণিত হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তিও দেয়া হবে তাদের।” ভর্তিতে কোনোরকম টাকা নিলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের থানায় অভিযোগ জানানোর পাশাপাশি, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ও মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ জানানোর কথা বলেন তিনি। এদিনের এই হুল দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য উমা সোরেন, বিধায়ক সুকুমার হাসদা এবং প্রশাসনিক আধিকারিকরা। সব মিলিয়ে কেচোন্দার এইহুল দিবসের অনুষ্ঠান থেকে একদিকে যেমন জঙ্গলমহলের দলীয় ভোটব্যাঙ্ক বাড়াতে তৎপর হলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তেমনি ছাত্র ভর্তি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে থাকা অভিযোগের ব্যাবস্থা নিতে বলে কড়া জবাবও দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!