এখন পড়ছেন
হোম > জাতীয় > হাটে হাড়ি ভেঙে কংগ্রেসের ছটি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন সেনাপ্রধানের

হাটে হাড়ি ভেঙে কংগ্রেসের ছটি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন সেনাপ্রধানের

বর্তমানে যখন ভোট রাজনীতিকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধীর তীব্র বাক্য প্রয়োগকে ঘিরে উত্তপ্ত জাতীয় রাজনীতি, ঠিক তখনই সার্জিকাল স্ট্রাইক নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের নেতাদের দাবি, পাল্টা দাবিকে ঘিরে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়েছে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তাদের আমলে বেশ কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক করার কথা জানানো হলেও কংগ্রেসের এই দাবির কতটা সত্যতা রয়েছে তা নিয়ে এবার সেই হাত শিবিরকেই খোচা দিলেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার কংগ্রেসের রাজীব শুক্লা বলেন, “আমাদের মনমোহন সিংয়ের আমলে যে ছটা সার্জিকাল হয়েছিল, তার মধ্যে একটি 2011 সালের 30 আগস্ট এবং একটি 1 সেপ্টেম্বর মধ্যরাতে।” আর কংগ্রেস নেতার এহেন দাবি পরেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুটিকে নিয়ে পাল্টা কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। রাজস্থানের জনসভা থেকে তিনি বলেন, “গতকাল এক কংগ্রেস নেতা দাবি করেছেন যে ইউপিএ জমানায় নাকি ছটি সার্জিক্যাল স্ট্রাইক করেছে। কিন্তু এ-কেমন স্ট্রাইক! যার কথা জঙ্গি এবং পাকিস্তান জানে না, গোটা দেশের কাছে কোনো খবর নেই। আসলে ওরা হয়তো এসি ঘরে বসে শুধু কাগজে-কলমে সার্জিকাল স্ট্রাইক করেছে। এখন বলছে ছটা, আগামী দিনে বলবে প্রতিদিনই সার্জিকাল স্ট্রাইক করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেসের পক্ষ থেকে পরপর ছটি সার্জিক্যাল স্ট্রাইক করার দাবী জানানো হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেকটাই চাপে পড়ে যায় হাত শিবির। আর এবার লোকসভা নির্বাচনের মরসুমে কংগ্রেসের সার্জিক্যাল স্ট্রাইকের দাবির সত্যতাকে নিয়েই প্রশ্ন তুলে দিলেন দেশেরই প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং। জানা গেছে, 2010 থেকে 2012 পর্যন্ত দেশের 24 তম সেনাপ্রধান ছিলেন এই ভি কে সিং।

সূত্রের খবর, এদিন কংগ্রেসের রাজীব শুক্লর দাবির পাল্টা টুইটারে সরব হয়ে এই প্রাক্তন সেনাপ্রধান বলেন, “আসলে কংগ্রেসের স্বভাবই হল মিথ্যা কথা বলা। কাউকে ধরে এনে নতুন করে গল্প বানিয়েছে ওরা। আমার সময় হওয়া এমন কোনো স্ট্রাইকের কথা আমার জানা নেই।”

সমালোচক মহলের একাংশের মতে, কংগ্রেসের পক্ষ থেকে রাজীব শুক্লা নিজেদের ভোটব্যাঙ্ককে মজবুত করবার জন্য তাদের আমলে 6 টা সার্জিকাল স্ট্রাইক হয়েছে বলে দাবি করলেও প্রাক্তন সেনাপ্রধান ভি পি সিংয়ের পাল্টা মন্তব্যে সেই কংগ্রেস অনেকটাই বিপাকে পড়ে গেল বলে মত বিশেষজ্ঞ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!