এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিধানসভা নির্বাচনে মমতার ঘুম ওড়াতে বড়সড় অভিনব কর্মসূচি নিয়ে ময়দানে নামছেন অধীর চৌধুরী

বিধানসভা নির্বাচনে মমতার ঘুম ওড়াতে বড়সড় অভিনব কর্মসূচি নিয়ে ময়দানে নামছেন অধীর চৌধুরী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ এই কর্মসূচি পালন নিয়ে বিরোধীদের মধ্যে নানা কটাক্ষ শোনা গিয়েছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি কিন্তু অন্য কথাই বলছে বলে মনে করেছিলেন তাঁরা। তাঁদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প যেভাবে মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়াচ্ছে, তাতে ভবিষ্যত নির্বাচনে এর ভালোমতোই প্রভাব লক্ষ্য করা যাবে।

আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, সেই জল্পনাও নেহাত ফেলে দেওয়া যাচ্ছে না বলেই মনে করেছিলেন তাঁরা। বরং সেই জল্পনা আরো জোরদার হচ্ছে বলেই মতামত প্রকাশ করেছিলেন তাঁরা। এমন পরিস্থিতিতে পিছিয়ে থাকতে রাজি নন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। জানা গেছে মমতা সরকারের মতই নতুন কর্মসূচি নিয়ে লড়াইয়ের মাঠে নামছেন তাঁরা।

জানা গেছে, ‘বাজারে কংগ্রেস’ কর্মসূচি নিয়ে এবার হাজির হবে রাজ্য কংগ্রেস। সেখানে এই কর্মসূচিকে কেন্দ্র করে আলু, সব্জি-সহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দামের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ, পথসভা করা হবে বলেই জানান হয়েছে। যা নিয়ে আগামী ৯ই ডিসেম্বর বিভিন্ন জেলায় এবং ব্লকে ব্লকে কংগ্রেস বিক্ষোভ-সভা করে স্থানীয় প্রশাসনের কাছে দাবিপত্র দিতে যাবেন বলেই জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, বিধানসভা ভোটের আগে নিজেদের লড়াইয়ের ময়দানে অক্ষত রাখতেই এবার মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে আপাতত কংগ্রেস লড়াই চালিয়ে যেতে চাইছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে জেলার সভাপতি ও পর্যবেক্ষকদের সঙ্গে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ভার্চুয়াল বৈঠকে ওই কর্মসূচি ঠিক করা হয়েছে বলেও জানা গেছে। এই প্রসঙ্গে অধীরবাবু জানিয়েছেন, ‘‘হিন্দু না মুসলিম, স্বদেশি না বিদেশি, বহিরাগত না বাঙালি, কোন নেতা দল ছাড়বেন— রাজ্য রাজনীতি এই চর্চায় ব্যস্ত!”

তাই সেখানে বাজারে জিনিসপত্রের মাত্রাছাড়া দামে যে মানুষ হিমশিম খাচ্ছে, সে দিকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের নজর নেই। তাঁর কথায়, সেখানে রাজ্য নিজেকে বাঁচাতে কেন্দ্রের ওপর দোষারোপ করছে। তাদের কথায়, কেন্দ্র আইন বদলানোয় আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এখানেই প্রতিবাদ করেছেন তিনি।

এদিন তিনি বলেন, তাঁদের কথায়, বিধানসভা ডেকে কেন কেন্দ্রের কৃষি আইনের বিকল্প বিল আনা হচ্ছে না? তাই তাঁরা ‘‘আমরা ‘দিদিকে বলো’ বা ‘দুয়ারে সরকারের’ মতো নাটকে নেই। মানুষের সমস্যার কথা বলতে কংগ্রেস বাজারে থাকবে বলেই দাবি করেছেন তিনি। আর এখানে বিশেষজ্ঞদের মতে, জেলায় জেলায় কংগ্রেসকে সামনে রেখেই বামেদের সঙ্গে আসনের আলোচনায় থাকতে চান আধিরবাবুরা।

এই প্রসঙ্গে জোট প্রদেশ সভাপতি জানিয়েছেন, জোট হবেই। কিন্তু কংগ্রেসের নিজস্ব কর্মসূচিও বাড়াতে হবে। তাঁর কথায় জেলায় জেলায় সভা-সমাবেশ, মিছিল করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৫ই ডিসেম্বর পুরুলিয়াতে, ৭ই ডিসেম্বর রায়গঞ্জ, ৮ই ডিসেম্বর মালদহে এবং মুর্শিদাবাদে ১০ই মুর্শিদাবাদে মিছিল করার কথা আছে বলে জানা গেছে। এছাড়া ওই সভায় প্রদেশ সভাপতির থাকার কথাও জানান হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!