এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে কল্পতরু মমতা! সরকারি দপ্তরের এই কর্মীদের জন্য করলেন বড়সড় ঘোষণা! জানুন বিস্তারে

করোনা আবহে কল্পতরু মমতা! সরকারি দপ্তরের এই কর্মীদের জন্য করলেন বড়সড় ঘোষণা! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। আর তার আগেই শাসক দলের পক্ষ থেকে চলছে একের পর এক জনমোহিনী ঘোষণা। রাজ্যের পিছিয়ে পড়া জনজাতি থেকে শুরু করে সনাতন পুরোহিতদের জন্য একের পর এক সুযোগ-সুবিধা প্রদান করে চলেছেন মমতা সরকার। সম্প্রতি রাজ্যের যুবসমাজের জন্য কর্মসাথী প্রকল্পে লোনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এবার সুখবর দমকল দপ্তরের জন্য। জানা গিয়েছে, দমকল দপ্তরের অস্থায়ী কর্মী যারা, তাঁরা এবার থেকে 60 বছর বয়স পর্যন্ত নিশ্চিন্তে চাকরি করতে পারবেন।

এবার থেকে আর প্রত্যেক বছর চাকরিতে টিকে থাকতে গেলে নতুন করে রিনিউ করতে হবে না কর্মচারীদের। শুক্রবার দমকল বিভাগের অফিসে এসে দমকল মন্ত্রী সুজিত বসু বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সুবিধা প্রদানের কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে, অস্থায়ী 3000 কর্মচারী যারা দৈনিক মজুরি পেতেন, তাঁদের দৈনিক মজুরি বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত অস্থায়ী কর্মচারীরা কোনো ছুটি পেতেন না। তাঁদের এবার থেকে 14 দিনের সিএল এবং 10 দিনের সিসিএল ধার্য হয়েছে।

এছাড়াও 60 বছর বয়সে অবসর গ্রহণের পর এককালীন তিন লক্ষ টাকা পাবেন তাঁরা বলে জানা গেছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার থেকে নাম নথিভুক্ত হবে দমকল কর্মীদের এবং স্থায়ী নিয়োগের ক্ষেত্রে 15% আসনে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা সুযোগ আগে পাবেন বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। যদিও এই ঘোষণায় এখনো পুরোপুরি সন্তুষ্ট হয়নি দমকলে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। তাঁদের দাবি, দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মীদের স্থায়ী করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু ঘটলে তাঁর পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে সরকারকে। অন্যদিকে জানা গেছে, আগামী 25 শে সেপ্টেম্বর আগুন নেভানোর কাজে যে রোবট মেশিন এবার থেকে ব্যবহার করা হবে সেই রোবট মেশিনের উদ্বোধন হবে বলে জানা গেছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দমকলের রোবট মেশিনের উদ্বোধন করবেন। কিছুদিন আগেই দমকল দপ্তর থেকে চারটি রোবট কেনা হয়েছে। ইতিমধ্যে ওই রোবটগুলির ট্রায়ালও সম্পন্ন হয়েছে।

পাশাপাশি দমকলে আগুন নেভানোর কাজের জন্য কেনা হয়েছে কমপ্লিটলি ফেব্রিকেটেড দশটি মিনি ওয়াটার টেন্ডার, পাঁচটি কমপ্লিট ফেব্রিকেটেড ফোম টেন্ডার এবং 100 টি মোটরবাইক। এই প্রত্যেকটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশে সেপ্টেম্বর উদ্বোধন করবেন বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন হতে আর বেশী দেরী নেই। আর সেই সুযোগে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল জনগণকে পাশে পেতে চাইছে। সেক্ষেত্রে শাসক দল ক্ষমতায় থাকার দরুন কিছুটা যে সুবিধা পাচ্ছে সে কথা বলাই বাহুল্য। তবে সরকারের দাক্ষিণ্যে খুশি হয়ে জনগণ ভোটবাক্সে তার ছাপ ফেলেন কিনা, সেদিকেই কিন্তু নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!