এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা হলে প্রথমেই গিয়ে মমতাকে গিয়ে জড়িয়ে ধরব! বিজেপি নেতার বক্তব্যে ঝড় শুরু রাজ্য-রাজনীতিতে

করোনা হলে প্রথমেই গিয়ে মমতাকে গিয়ে জড়িয়ে ধরব! বিজেপি নেতার বক্তব্যে ঝড় শুরু রাজ্য-রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার কিংবা সামাজিক দূরত্ব কোনটাই করোনার তেমন একটা শক্তিশালী প্রতিপক্ষ রূপে কার্যকারী হতে পারছে না। করোনা আক্রান্ত হওয়ার ভয়ে ভীত সকলেই। কাকে যে কখন করোনা তার শিকার বানিয়ে নেবে, সেই ব্যাপার নিয়েই দুশ্চিন্তাগ্রস্থ সকল মানুষ। কিন্তু এই করোনা সংক্রমণ নিয়েই রসিকতা করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অনুপম হাজরা। তিনি যদি করোনা সংক্রামিত হন, তবে তিনি কী করবেন? তাও তিনি স্থির করে ফেলেছেন। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তাঁর এই পরিকল্পনা জানাতে তিনি বিন্দুমাত্র কুন্ঠা বোধ করলেন না।

প্রসঙ্গত, গতকাল রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি দলের বিশেষ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি সদ্য বিজেপি দলের সর্বভারতীয় যুগ্ম সম্পাদকের পদ লাভ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাই গতকাল তাঁকে এ বিষয়ে সম্বর্ধনা জানালেন বিজেপি দলের বিভিন্ন নেতাকর্মী। তারপর শুরু হয় এই বৈঠক।

গতকাল বারুইপুরে বিজেপি দলের এই বৈঠক শুরুর পূর্বেই দলের মধ্যে দেখা দিয়েছিল অন্তর্দ্বন্দ্বের ছবি। বিজেপি দলের একাংশের অভিযোগ, গতকাল বিজেপির দলীয় অশান্তির সময়ে বিজেপি দলের বেশকিছু মহিলা কর্মীদের মারধর করেছে দলেরই কিছু সদস্য। অভিযোগ উঠেছে অল্প কিছুদিন আগে নির্বাচিত হওয়া বিজেপির জেলা সম্পাদক মন্ডলীর জনৈক সদস্য স্বরূপ দত্ত গতকাল তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিজেপির স্থানীয় একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন।

তাই গতকালের এই সভা শুরুর পূর্বে বিজেপির বারুইপুর পূর্ব জেলা দলীয় কার্যালয়ের সামনে বিজেপি নেতা অনুপম হাজরার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বেশ কিছু বিজেপি সদস্য। তবে গতকালের এই দলীয় অশান্তি প্রসঙ্গে বিজেপির বারুইপুর পূর্ব জেলা দলীয় কার্যালয়ের সভাপতি হরেকৃষ্ণ দত্তের দাবি, যারা এই গণ্ডগোল বাঁধিয়েছেন, তারা বিজেপি সদস্য নন। তৃণমূল দলের কিছু অংশ দুষ্কৃতীদের সঙ্গে মিলিত হয়েই এমন ঘটনা ঘটিয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও জানান যে, বিজেপি দলের মধ্যে কখনোই পুরনো-নতুনের ভেদাভেদ, বিবাদ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বারুইপুরের বিজেপি দলের কর্মসূচি নিয়ে অভিযোগ উঠেছে যে, এই কর্মসূচিতে অংশগ্রহণকারী বিজেপি দলের বহু সদস্য মাস্ক ব্যতিরেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এমনকি প্রধান বক্তা অনুপম হাজরাও মাস্ক পরিধান করেন নি। করোনা সংক্রান্ত বিধি তথা স্বাস্থ্যবিধি এভাবে তাঁর অমান্য করার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তাঁর উত্তরে স্পষ্টভাবে তিনি জানালেন, ” আমার করোনা হলে ঠিক করে নিয়েছি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।”

এরপর যখন তাঁকে যখন প্রশ্ন করা হয়েছে যে, তাঁর দলের কর্মীরা কেন মাস্ক পড়েন নি? তার উত্তরে তিনি জানান, ” গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা রাজ্যের সবচেয়ে বড় শত্রু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। তাই তার চেয়ে বেশি ক্ষতি কেউ করতে পারবে না।”

এরপরই বিজেপির সর্বভারতীয় যুগ্ম-সম্পাদক অনুপম হাজরা রাজ্যে করোনায় মৃতদের শেষকৃত্যের পদ্ধতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ সমালোচনা করেন। এ প্রসঙ্গে তিনি জানান যে, করোনায় মৃতদের যেভাবে এ রাজ্যে দাহ করা হয়, সেভাবে ইঁদুর-বিড়ালকেও দাহ যায় না। এরপর মুখ্যমন্ত্রীকে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন।মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায় যে, মুখ্যমন্ত্রীর নাম মমতা হলেও তিনি কখনোই মমতাময়ী নন।

গতকাল বারুইপুরের এই সভায় সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অনুপম হাজরার মুখ্যমন্ত্রীর প্রতি একাধিক বিতর্কিত মন্তব্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!