এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা পরিস্থিতি কবে পাল্টাবে দেশে? রইল দুটি শর্ত

করোনা পরিস্থিতি কবে পাল্টাবে দেশে? রইল দুটি শর্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রীতিমতো নাজেহাল অবস্থা প্রশাসনের। তার মধ্যেই সামনে এসেছে প্রতিষেধকের অভাব, হাসপাতালের বেড এর অভাব, ওষুধের অভাব, অক্সিজেনের অভাব ইত্যাদি। পরিস্থিতি বুঝে বহু জায়গায় শুরু হয়ে গিয়েছে লকডাউন। কবে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। সেক্ষেত্রে কিছুটা আশ্বস্ত করেছে কেন্দ্রের নির্দেশিকা। যদি কখনো করোনা আক্রান্তের সংক্রমণের রেট 5 শতাংশের নিচে চলে যায়, তাহলে বিধি নিষেধ উঠে যাবে। কিংবা যদি ভারতের মোট জনসংখ্যার 70 শতাংশের টিকাকরণ সম্পন্ন হয়ে যায় তাহলে পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা থাকছে।

ইতিমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, করোনার তৃতীয় ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে দেশে। তাই এবার আর কোন ভুল নয়, আগেভাগেই পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপক চেষ্টা করা হচ্ছে। আর তাই করোনা সংক্রমণের রেট যত তাড়াতাড়ি সম্ভব কমিয়ে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই ভারতের কভিড-19 টাস্কফোর্সের সদস্য তথা আইসিএমআর এর ডিরেক্টর ডক্টর বলরাম ভার্গব মঙ্গলবার জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন 5 শতাংশের কম পজিটিভিটি রেট। তাহলে একটু একটু করে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে সবকিছু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি দেশের মোট জনসংখ্যার 70 শতাংশের টিকাকরণ অবিলম্বে করতে হবে বলে জানিয়েছেন আইসিএমআর প্রধান। সূত্রের খবর, পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে।, গত এপ্রিলের প্রথম সপ্তাহে 200 র কম জেলায় 10% এর বেশি সংক্রমণ দেখা গিয়েছিল। আর এপ্রিলের শেষ সপ্তাহে প্রায় 600 জেলায় 10% এর বেশি পজিটিভ দেখা গিয়েছে। বর্তমানে দেশের 239 জেলায় 10% বেশি করোনার সংক্রমণ রয়েছে। 145 টি জেলায় 5 থেকে 10% পজেটিভ রেট দেখা যাচ্ছে। 344 টি জেলায় 5% এর কম পজিটিভ রেট দেখা যাচ্ছে। তবে মনে করা হচ্ছে, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত করোনার বিধি-নিষেধ শিথিল হবার কোন প্রশ্ন নেই।

বিশেষজ্ঞরা মনে করছেন, জুন মাসে দ্বিতীয় ঢেউয়ের যে সংক্রমণ বেড়ে চলেছে, তার গতি অনেকটাই কমবে। তবে চিকিৎসা এবং বিশেষজ্ঞরা বারবার বলছেন, সতর্ক না থাকলে করোনা ভাইরাস কিন্তু তার চরিত্র বদল করে মারাত্মক আকারে আবার হামলা করতে পারে। তাই সর্বদা স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচল করতে হবে। সবমিলিয়ে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ক্রমাগত বাড়ছে। অন্যদিকে প্রতিষেধক নিয়ে প্রশ্ন থাকছে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য কেন্দ্রের কাছে প্রতিষেধকের আবেদন জানিয়েছে। এই পরিস্থিতিতে সবথেকে বড় চ্যালেঞ্জ ভারতের মোট জনসংখ্যার 70% কে টিকাকরণ করা। আপাতত পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা গ্রহণ করে সে দিকেই নজর থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!