এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনার কারণে বাতিল বহু খেলার আয়োজন, হতাশ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা

করোনার কারণে বাতিল বহু খেলার আয়োজন, হতাশ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক এক বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে চলছে করোনার সংক্রমণ। করোনা সংক্রমনের কারণে খেলাধুলার জগতে বিরূপ প্রভাব পড়েছে। বহু খেলার আসর বন্ধ করে দেওয়া হয়েছে করোনা সংক্রমনের কারণে। মাঝে কিছু সময় করোনা সংক্রমণ কিছুটা কমে গেলে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলার সূচনা হয়েছিল। কিন্তু আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে গেছে খেলার আসর। করোনা সংক্রমনের কারণে ক্রিকেট থেকে শুরু করে টেনিস, ব্যাডমিন্টন, হকি এমনকি অলিম্পিকের মতো খেলাও বন্ধ রাখতে হয়েছে।

গত ২০২০ সালে জাপানের টোকিওতে অলিম্পিক হবার কথা ছিল। গত বছর তা বন্ধ থাকে। আগামী ২৪ শে জুলাই থেকে জাপানে তা শুরু হওয়ার কথা থাকলেও, সম্প্রতি জাপানে যেভাবে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। তার মধ্যে এর আয়োজন করা যাবে কিনা? তা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে। আবার, করোনার কারণে গত বছর টেনিসের ফ্রেঞ্চ ওপেন আয়োজন করা সম্ভব হয়নি। আগামী ২৯ শে জুন থেকে তা আয়োজিত হবার কথা। এছাড়া গত বছর মাদ্রিদ ওপেন বাতিল হয়ে যায়। এটিপি টুর, মায়ামি ওপেন বাতিল হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার বুসানে টেবিল টেনিসের বিশ্ব টিম চাম্পিয়নশিপ ২২ শে মে থেকে শুরু হবার কথা ছিল। তবে তা স্থগিত রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২০২০ সালের চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছে। জার্মান ওপেন ব্যাডমিন্টন বন্ধ রাখা হয়েছে, ওপেন ভিয়েতনাম ইন্টারন্যাশনাল, এশিয়ান চ্যাম্পিয়নশিপ সমস্তই বাতিল হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান ওপেন, মালয়েশিয়া ওপেন, সিঙ্গাপুর ওপেন বন্ধ রাখা হয়েছে। হকির ক্ষেত্রে জাতীয় মহিলা জুনিয়র চ্যাম্পিয়নশিপ স্থগিত হয়েছে। আজলান শাহ হকি প্রতিযোগিতা বাতিল করে দেয়া হয়েছে, যা গত বছর হওয়ার কথা ছিল। এ বছর বাতিল করে দেয়া হয়েছে ভারতের সঙ্গে স্পেন, জার্মানির এফআইএইচ প্রো হকি। এছাড়া আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাতিল করে দেয়া হয়েছে।

রেসিং এর ক্ষেত্রে গতবছর ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়া গ্রা পিক্স বাতিল করে দেয়া হয়েছে, বাহারিন গ্রা পিক্স, চাইনিজ গ্রা পিক্স, সানোয়া , জাকার্তা ই পিক্স বাতিল করে দেয়া হয়েছে। মোটো জিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাতিল করে দেয়া হয়েছে। গতবছরে দিল্লিতে শুটিং বিশ্বকাপ হবার কথা ছিল, তা বাতিল করে দেয়া হয়েছে। গতবছর গুয়াতেমালাতে অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ বাতিল করে দেয়া হয়েছে। সাংহাইয়ের বিশ্বকাপ বাতিল করে দেয়া হয়েছে। বাংলাদেশ আয়োজিত চ্যাম্পিয়নশিপ করে দেয়া হয় স্থগিত।

গতবছর চীনের উহানে এশিয়া-ওশিয়ানিয়া অলিম্পিক কোয়ালিফাই ক্রীড়া আয়োজনের কথা ছিল, যা অন্যত্র সরিয়ে নেয়া হয়। জার্মানির কলোনে বক্সিং বিশ্বকাপের কথা ছিল, তা বাতিল করে দেয়া হয়। বাস্কেটবলের ক্ষেত্রে ইভেন্ট এন বি গতবছর বাতিল করে দেয়া হয়েছে। চলতি বছর ব্যাঙ্গালুরুতে অলিম্পিক কোয়ালিফায়ার আয়োজনের কথা ছিল, সেটাও বাতিল করে দেয়া হয়েছে। করোনার বিরূপ প্রভাব পড়েছে খেলাধুলার জগতে। একাধিক খেলার অনুষ্ঠান বাতিল করে দেয়া হয়েছে। যা থেকে হতাশা বাড়ছে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!