এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি! নির্বাচন শেষ হতেই উত্তপ্ত ভাটপাড়া!

বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি! নির্বাচন শেষ হতেই উত্তপ্ত ভাটপাড়া!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত লোকসভা নির্বাচনের পর থেকেই গুলির আওয়াজে মাঝেমধ্যেই আতঙ্কিত হয়ে পড়তেন ভাটপাড়া এলাকার মানুষ। ব্যারাকপুর থেকে শুরু করে নৈহাটি, বিভিন্ন এলাকায় সন্ত্রাসের ঘটনা কার্যত আলোড়ন ফেলে দিয়েছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও মাধেমধ্যে রাজনৈতিক সংঘর্ষের খবর আসতে শুরু করত ভাটপাড়া সহ উত্তর 24 পরগনার ব্যারাকপুর ও অন্যান্য এলাকা থেকে।

তবে বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বার ক্ষমতা দখল করতে না করতেই এবার ফের উত্তপ্ত হয়ে উঠল সেই ভাটপাড়া যেখানে বিজেপির এক শ্রমিক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। যাকে কেন্দ্র করে শাসক দল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা।

জানা গেছে, শুক্রবার সকালে বেশ কিছু দুষ্কৃতী ভাটপাড়া এলাকায় আসে। পরবর্তীতে সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে তারা এলাকা ছেড়ে চম্পট দেয়। আর এরপরই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের শ্রমিক নেতা বাবুলাল প্রসাদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে বিজেপি এই অভিযোগ করলেও, তাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘাসফুল শিবিরের দাবি, এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। যদিও বা শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি। স্বভাবতই বিধানসভা নির্বাচনের পর এখন আবার নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে ভাটপাড়া এলাকা।

বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনের পর প্রতিনিয়ত বোমা গুলির আওয়াজে ঘুম ভাঙত এখানকার মানুষের। রাজনৈতিক সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছিল ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। মাঝে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের পর এবার ফের ছন্দপতন।

হঠাৎ করেই গুলি-বোমার আওয়াজ ব্যাপক আতঙ্ক তৈরি করল এলাকাবাসীর মধ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শাসক-বিরোধী তরজা যে ক্রমবর্ধমান, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!