এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ইন্ডিয়া জোটে লেগে গেল বড়সড় যুদ্ধ? খেলা দেখে হাসছে বিজেপি!

ইন্ডিয়া জোটে লেগে গেল বড়সড় যুদ্ধ? খেলা দেখে হাসছে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপিকে আটকানোর জন্য তৈরি হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে ইন্ডিয়া জোট। মাঝেমধ্যেই সেই বৈঠক করে নিজেদের শক্তিশালী ভাবমূর্তি সামনে আনার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা মুখ থুবড়ে পড়লো। লোকসভা তো অনেক দূরের কথা, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে স্পষ্ট হয়ে গেল, কোনো জোটের প্রতি ভরসা রাখবেন না দেশের মানুষ। তারা একমাত্র ভরসা রাখবেন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে, তাতে পাঁচ রাজ্যের এই ফলাফল আরও একবার বুঝিয়ে দিল, এখনই বিরোধী দলের নেতা-নেত্রীরা নিজেদের এই জোটের রাস্তা থেকে সরে যাক। তা না হলে আগামী দিন তাদের আরও বড় শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হবে। বিজেপির পক্ষ থেকে এমনটাই দাবি করা হচ্ছে‌।

আর এই পরিস্থিতিতে বিজেপির বিপুল জয়ের পর সেই ঘটা করে তৈরি হওয়া ইন্ডিয়া জোটেও কি লেগে গেল বড়সড় যুদ্ধ? কিন্তু কেন এই কথা বলা হচ্ছে? বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ একটি মন্তব্য করেছেন। আর তার পরিপ্রেক্ষিতেই এই জল্পনা উস্কে উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।প্রসঙ্গত, পাঁচ রাজ্যের ফলাফল এবং বিজেপির জয় নিয়ে এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি মন্তব্য করেন। মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “ইন্ডিয়া জোট কোথায়? পশ্চিমবঙ্গে তার কোনো অস্তিত্ব দেখেছেন! বাংলার বাইরে তার অস্তিত্ব কোথাও দেখতে পেয়েছেন? পাঁচ রাজ্যের ফলাফলে কোথাও তাদের অস্তিত্ব নেই. একটা জায়গায় কংগ্রেস টিমটিম করে চলছে। সেটাও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এখন এই জোটের নেতারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছেন।”

আর দিলীপ ঘোষের এই বক্তব্যকে হাতিয়ার করেই একাংশ বলছেন, দোষারোপের পালা আরও বেশি করে শুরু হবে। আর এটাই তো কাম্য ছিল। লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল অত্যন্ত প্রয়োজন ছিল সকলের কাছে। কারণ তা না হলে এই ইন্ডিয়া জোট কিছুটা উৎসাহ পেত। কিন্তু লোকসভায় তারা মুখ থুবড়ে পড়ত‌। তাই আগে থেকেই তাদের হতাশা এখন গ্রাস করতে শুরু করেছে। এখন এই জোটের নেতারা একে অপরের ঘাড়ে দোষ চাপাবেন, আর তা নিয়েই একটা খণ্ড যুদ্ধ তৈরি হবে তাদের মধ্যে। যার ফলাফল হবে, আগামী লোকসভায় যে সমস্ত রাজ্যে এই জোটের শরিকরা ক্ষমতায় রয়েছে, সেখানেও তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন বলেই দাবি করছেন একাংশ।

বিজেপির দাবি, যা হয় ভালোর জন্যই হয়। এই ইন্ডিয়া জোট যদি এবারের পাঁচ নির্বাচনে কিছুটা হলেও সাফল্য পেত, তাহলেও তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত ক্ষমতা দখল নিয়ে। দেশের মানুষ বুঝে গিয়েছেন যে, কোনো জোটের প্রতি তারা ভরসা রাখবেন না। কারণ এই জোটে যারা রয়েছেন, তারা নিজের পরিবারের উন্নতি এবং দুর্নীতি করতে সবথেকে বেশি তৎপর। আর দেশের উন্নতি করতে চাইছেন প্রধানমন্ত্রী। সেই কারণেই পাঁচ রাজ্যের ফলাফলে বিজেপির এই জয় হয়েছে। আর এবার নিজেদের মধ্যে এই পরাজয় নিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে দফারফা হবে বিরোধী জোটের বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পাঁচ রাজ্যের ফলাফলে আর যাই হোক, একটা জিনিস বোঝা গেল যে, সাধারণ মানুষ কোন দিকে রয়েছেন। এটাকে সেমিফাইনাল হিসেবে ধরেছিল শাসক, বিরোধী সব পক্ষই। তাই জয়ের আনন্দে যেমন ভাসছে শাসকবর্গ, তেমনই গ্রাস করেছে বিরোধী শিবিরে। এখন ইন্ডিয়া জোট টিকবে কিনা, এটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। কারণ বিভিন্ন মতামত এবং বিভিন্ন আদর্শ নিয়ে থাকা সেই জোটের নেতা-নেত্রীরা একে অপরের বিরুদ্ধে এখন আঙুল তুলতে শুরু করবেন। যার ফলে অনেকেই সেই জোট ছেড়ে বেরিয়ে আসতে পারেন। ফলে লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ভাঙ্গার সম্ভাবনা প্রবল। আর তা যদি হয়, তাহলে এমনিতেও তো বিজেপি ক্ষমতায় আসত। কিন্তু ক্ষমতায় আসার পাশাপাশি তাদের আসন সংখ্যা আরও প্রবল ভাবে বৃদ্ধি পাবে। দিলীপ ঘোষের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!