এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > করোনার মধ্যে বন্ধ সেফহোম, দ্বিচারিতার অভিযোগে সরব সুকান্ত!

করোনার মধ্যে বন্ধ সেফহোম, দ্বিচারিতার অভিযোগে সরব সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাস যখন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন নতুন করে চিকিৎসা পরিষেবা চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার থেকে শুরু করে বিরোধীরা, সকলেই দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন। আর সেই রকম করেই কলকাতা পৌরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে তৈরি করা হয়েছিল সেফহোম। কিন্তু বর্তমানে তা বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। আর এই পরিস্থিতিতে কলকাতা পৌরসভার এই নির্দেশকে হাতিয়ার করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে মানুষের জীবন নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে তিনি লেখেন, “কলকাতা কাবু কোভিডে। আক্রান্তের সংখ্যা দিনদিন দ্বিগুণ হচ্ছে। আর অন্যদিকে তৃণমূল সাধারণ মানুষের জন্য নির্মিত সেফহোম বন্ধ করছে। সেফহোম নিয়েও তরজা। বিজেপি কাউন্সিলরের সেফহোম বন্ধ করল পৌরসভা। সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করা তৃণমূলের পুরনো অভ্যেস।”

অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি এই পোস্ট করে বুঝিয়ে দিতে চাইলেন যে, বিজেপির জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেই এই সেফহোম বন্ধ করে দেওয়া হল। স্বভাবতই সুকান্ত মজুমদারের এই পোস্টের মধ্যে দিয়ে তৃণমূল যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!