এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার প্রতিষেধক নিয়ে এবার সামনে এল বড়সড় খবর, জেনে নিন

করোনার প্রতিষেধক নিয়ে এবার সামনে এল বড়সড় খবর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকারে ধাক্কা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল হচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রায় সর্বস্তর থেকে উঠে এসেছে প্রতিষেধকের অভাব, ওষুধের অভাব। নিত্যদিন মানুষের মৃত্যু রেকর্ড হরে বেড়ে চলেছে। পাশাপাশি সংক্রমণ নজরকাড়া হারে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লকডাউন। তবে এবার আশার কথা শোনালেন আইসিএমআর প্রধান ডক্টর বলরাম ভার্গব।

তিনি জানিয়েছেন, জুলাই এর মাঝামাঝি কিংবা আগস্ট এর শুরু থেকে প্রতিষেধক নিয়ে আর কোন সমস্যা বা অভাব থাকবেনা। প্রায় প্রতিদিন এক কোটি ডোজ করোনার প্রতিষেধক মিলবে। পাশাপাশি তিনি আরো জানান, বছর শেষ হওয়ার আগেই ভারতের সমস্ত জনগণ প্রতিষেধক পেয়ে যাবেন। লকডাউন কিংবা অন্যান্য বিধিনিষেধ জারি করে যেভাবে করোনা পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, তা নিয়ে অবশ্য দ্বিমত পোষণ করেছেন আইসিএমআর প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানিয়েছেন, এটি কোন দীর্ঘস্থায়ী ব্যবস্থা নয়। তবে আইসিএমআর প্রধান জানিয়েছেন, এক মাসের মধ্যে প্রতিষেধক চাইলে অবশ্যই অভাব মনে হবে। কিন্তু ধৈর্য্য ধরে অপেক্ষা করলে সবাই প্রতিষেধক পাবে। ধীরে ধীরে প্রতিষেধকের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন দেশের 108 কোটি জনসংখ্যার প্রত্যেকেই টিকা পাবেন জুলাই এর মাঝামাঝি কিংবা আগস্ট এর শুরু থেকে। প্রায় প্রতিদিন এক কোটি টিকা পাওয়া যাবে।

তার কারণ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি তাঁদের উৎপাদনের হার আরে বাড়িয়ে চলেছে। অন্যান্য সংস্থারাও এগিয়ে এসেছে। খুব স্বাভাবিকভাবেই এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে একমাত্র প্রতিষেধক করোনা পরিস্থিতি সামাল দিতে পারে। সেক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকলেও ততটা প্রভাব বিস্তার করবেনা করোনা বলে দাবি করেছেন চিকিৎসকদের একাংশ। আপাতত আইসিএমআর প্রধান যে আশার আলো দেখালেন, তা নিয়ে খুশীর আবহ সর্বস্তরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!