এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার তৃতীয় ঢেউয়ের হাত ধরে মারাত্মক ভ্যারিয়েন্টের হামলার আশংকা, চূড়ান্ত উদ্বেগে চিকিৎসকরা

করোনার তৃতীয় ঢেউয়ের হাত ধরে মারাত্মক ভ্যারিয়েন্টের হামলার আশংকা, চূড়ান্ত উদ্বেগে চিকিৎসকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ সামলাতে না সামলাতেই এবার করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানি যা ইতিমধ্যেই আতঙ্ক তৈরি করেছে গোটা দেশে। গত দেড় বছর ধরে একের পর এক করোনার ঢেউয়ের আঘাত সামলাতে গিয়ে রীতিমত বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনা সামলাতে গিয়ে এক ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনীতি। এই অবস্থায় আবারও নতুন করে করোনার তৃতীয় ঢেউয়ের সামনে আসার খবরে উদ্বিগ্ন সব মহল।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার তৃতীয় ঢেউয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপে দেখা দেবে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, দেশের 12 টি রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এবার আতঙ্ক চতুর্গুণ বাড়িয়ে সামনে এলো নতুন তথ্য। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পাশাপাশি করোনা ভাইরাসের আরও তিন নতুন ভ্যারিয়েন্ট সামনে আসতে চলেছে। এ প্রসঙ্গে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে ডেল্টা প্লাস ছাড়াও যে ভ্যারিয়েন্টগুলি সামনে আসতে চলেছে, সেগুলি হল- আলফা, বিটা এবং ডেল্টা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই এই তথ্য চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। অন্যদিকে জানা গিয়েছে, আলফা ভ্যারিয়েন্ট 2020 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। অন্যদিকে গত বছর দক্ষিণ আফ্রিকায় সনাক্ত করা হয়েছে বিটা ভ্যারিয়েন্ট। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রেও এর খোঁজ মেলে। অন্যদিকে ডেল্টা ইতিমধ্যেই ভারতে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী জানা যাচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্টটি অত্যন্ত শক্তিশালী অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে।

বলা হচ্ছে, এই ডেল্টা ভ্যারিয়েন্ট ওষুধ কিংবা প্রতিষেধকের বর্মকে এক নিমেষেই ভেঙে ফেলতে পারে। অনেক দ্রুত এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে যায় এবং অনেক বেশী বিপদজনক। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ডেল্টা  ভাইরাসটি যত জনসমাজে মিশবে ততই মিউট্যান্ট হবে অর্থাৎ ছড়িয়ে পড়বে অনেক বেশি। আপাতত বাঁচার একমাত্র রাস্তা অনেক বেশি স্বাস্থ্য সচেতনতা। সঠিক নিয়মে চলতে পারলে হয়ত করোনার তৃতীয় ঢেউকেও সামাল দেওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!