এখন পড়ছেন
হোম > রাজ্য > ৮৮ বছরের ইতিহাসকে পালটে ফেলে বামেদের ফুঁয়ে উড়িয়ে বিপুল জয় পেলো তৃণমূল

৮৮ বছরের ইতিহাসকে পালটে ফেলে বামেদের ফুঁয়ে উড়িয়ে বিপুল জয় পেলো তৃণমূল

হাওড়ার শিবপুরে একটানা ৮৮ বছরের ইতিহাসকে এক ঝটকার পালটে ফেলে সমবায় ব্যাঙ্কের শাসন ক্ষমতা এলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাঁধে। জানা যাচ্ছে জেলার সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ৬৯টি আসনেই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।গত বছরের নির্বাচনের ফলাফলে নজর দিলে দেখা যায় বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান আসন টিতে কেবল জয়লাভ করেছিলো তৃণমূল কংগ্রেস। বাকি ৬ টি আসনে জয়লাভ করেছিলো বাম শিবির। সমবায় ব্যাঙ্কের এই বিপুল সাফল্যে রাজ্যের সমবায়মন্ত্রী তথা জেলা তৃণমূলের সভাপতি (সদর) অরূপ রায় বললেন, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমবায় দপ্তরকে গুরুত্ব দিয়েছেন ও সমবায় দপ্তরের কাজ করেছেন, তার জন্যই তৃণমূল জয়ী হয়েছে। আগে সমবায় ব্যাঙ্কের কাছে মানুষ পরিষেবা পেত না। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর মানুষ সমবায় ব্যাঙ্ক, সমবায় সমিতি, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি থেকে প্রচুর উপকৃত হচ্ছেন। তাই বিরোধীরা এখানে দাঁত ফোটাতে পারেনি।” প্রসঙ্গত গত ৪ই ও ৫ই জুন মনোননপত্র পেশ করার সময় সূচী ছিলো। এই দুই দিনে তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ না করার ফলে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন অর্থাৎ ৭ ই জুন তৃণমূল কংগ্রেসের ৬৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!