এখন পড়ছেন
হোম > খেলা > ক্রিকেট থেকে অবসর নিতেই ধোনির রাজনৈতিক যোগ নিয়ে জল্পনা তুঙ্গে! কোন দলে যেতে চলেছেন তিনি?

ক্রিকেট থেকে অবসর নিতেই ধোনির রাজনৈতিক যোগ নিয়ে জল্পনা তুঙ্গে! কোন দলে যেতে চলেছেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি এতদিন। একসময় প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার জানিয়ে দিয়েছিলেন, নিঃশব্দে খেলা ছাড়বেন মাহি। বাস্তবে ঠিক হলও তাই। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন মহেন্দ্র সিং ধোনি। 2019 এর ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর থেকেই মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে চলছিল নিরন্তর জল্পনা।

ধোনির অবসর গ্রহণ নিয়ে ছিল প্রবল কৌতুহল সর্বসাধারণের। স্বাধীনতা দিবসের দিন সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ইনস্টাগ্রামে মহেন্দ্র সিং ধোনি ঘোষণা করলেন তিনি অবসর নিচ্ছেন। দীর্ঘ 16 বছরের ক্রিকেট ক্যারিয়ারে অবশেষে ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি ওরফে মাহি। তবে ধোনি ক্রিকেটের ময়দান ছাড়লেও তাঁকে নিয়ে জল্পনার কিন্তু এখনই অবসান হচ্ছেনা বলে ধরে নেওয়া যায়।  নেটজগতে প্রশ্ন উঠেছে, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আগামী দিনে কি করতে চলেছেচন অবসর কাটানোর জন্য?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি রাজনীতিকেই পাথেয় করতে চলেছেন প্রাক্তন অধিনায়ক! আর সে দিকে ইংগিত দিয়েই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সরগরম হয়েছে বলে জানা যাচ্ছে। অনেকেই দাবি করছে, মহেন্দ্র সিং ধোনি এবার বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন। অনেকেই আবার ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে এখন থেকেই ভাবতেও শুরু করে দিয়েছেন। যদিও মহেন্দ্র সিং ধোনির পক্ষ থেকে এখনও পর্যন্ত তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটিও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আপাতত আইপিএলে কিন্তু হলুদ জার্সি পড়েই ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আবারও তাঁর ব্যাট,প্যাডের জাদু দেখতে চলেছেন আপামর ক্রিকেটপ্রেমীরা। অবসর নিলেও যে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা এখনও তুঙ্গে সেকথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আপাতত দর্শকরা আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে মহেন্দ্র সিং ধোনিকে না দেখলেও আইপিএলের ময়দানে কিন্তু নিয়মিত দেখতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!