এখন পড়ছেন
হোম > জাতীয় > ডিএ মামলা নিয়ে বড়সড় নির্দেশ , রুষ্ট বিচারপতি ! জেনে নিন !

ডিএ মামলা নিয়ে বড়সড় নির্দেশ , রুষ্ট বিচারপতি ! জেনে নিন !

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সবকিছু ঠিকঠাক ছিল। সরকারি কর্মচারীরা আশা করেছিলেন, আজই ডিএ নিয়ে তারা চূড়ান্ত রায় পেয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সময় আরও বৃদ্ধি পেল। যেখানে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল। তবে শেষ পর্যন্ত সেই মামলা শুনতে রাজি হননি বিচারপতি দীপঙ্কর দত্ত। যার ফলে গিয়ে মামলা নিয়ে চূড়ান্ত নির্দেশ পাওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের হতাশা আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এতদিন ডিএ মামলা নিয়ে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের বেঞ্চে শুনানি চলছিল। তবে হঠাৎ করেই সেই বেঞ্চ বদল হয়। যেখানে ঋষিকেশ রায়ের পাশাপাশি সেই বেঞ্চে আসেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তবে আজ শুনানি শুরু হতেই দীপঙ্কর দত্ত এই মামলা শুনবেন না বলে জানিয়ে দেন। যেখানে তিনি এই মামলা শুনবেন বলে খবর সামনে আসতেই সরকারি কর্মচারীরা বিভিন্ন মন্তব্য করেছেন বলে জানিয়ে দেন বিচারপতি দত্ত। আর তারপরেই আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি নতুন বেঞ্চে হবে বলে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। স্বভাবতই ডিএ মামলার চূড়ান্ত শুনানি নিয়ে আজ আশা থাকলেও, শেষ পর্যন্ত তা অধরা এবং প্রতীক্ষার হয়ে থাকলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!