এখন পড়ছেন
হোম > অন্যান্য > দাম্পত্য সুখ, সু সন্তান লাভ থেকে সাংসারিক শ্রীবৃদ্ধিতে চন্দ্রের ভূমিকা জানলে চমকে যাবেন

দাম্পত্য সুখ, সু সন্তান লাভ থেকে সাংসারিক শ্রীবৃদ্ধিতে চন্দ্রের ভূমিকা জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সূর্য ও চন্দ্রকে মহাবিশ্বের দুটি চোখ হিসেবে কল্পনা করা হয়। হিন্দু পৌরাণিক কাহিনীতে চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বৈদিক জ্যোতিষেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে জল চাঁদের উপাদান, তাই চাঁদ ও সূর্যের শক্তিতে মহাসাগরে জোয়ার আসে। চন্দ্রকে মন ও অনুভূতির গ্রহ হিসেবে বিবেচনা করা হয়।

আমাদের জীবনে কার বেশি গুরুত্ব হবে, কাকে আমরা বেশি পছন্দ করব কাকেই বা দূরে সরিয়ে রাখব এই সবকিছুই নির্ভর করে আমাদের রাশিচক্রে চন্দ্রের অবস্থানের ওপর। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সপ্তম রাশিতে স্ত্রীর ক্ষেত্রে যদি রবি অবস্থান করে এবং তা যদি চন্দ্রের পক্ষে অনুকূল হয় তবে স্বামী স্ত্রীর বিবাহিত জীবন সুখের হয় এবং তারা সারা জীবন পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে।

রাশিচক্রে চন্দ্রের অবস্থান যদি ইতিবাচক হয় তবে তা আমাদের জীবনে আনন্দ, উৎসাহ এবং মানসিক শান্তি প্রদান করে। অপরদিকে তা নেতিবাচক হলে মনে উত্তেজনা, হতাশা এবং আশঙ্কা সূচক মনোভাব মনকে ঘিরে রাখে। চাঁদ বা চন্দ্র আমাদের হৃদয়ের সঙ্গে যুক্ত, তাই এটি আমাদের আবেগকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর কোমল প্রকৃতির জন্য একে প্রেম এবং সৌন্দর্যের প্রতিনিধি হিসেবেও কল্পনা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয় চন্দ্রকে সৌরজগতের রানী বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে চাঁদ মানসিক শক্তির সঙ্গে সমৃদ্ধি প্রদানেও সক্ষম। বৃহস্পতির সঙ্গে যদি কোন জাতক-জাতিকার রাশিচক্রে চন্দ্র অবস্থান করে, তবে সেক্ষেত্রে তাদের জীবনে প্রভূত ধন সমৃদ্ধি লাভ হয়। পোশাক, ঘি, ওষুধ এবং কাচের জিনিসপত্র ব্যবসায় চন্দ্রের ভূমিকা রয়েছে।

সংসারের শ্রীবৃদ্ধিতে, স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর শারীরিক সম্পর্ক গঠনে এবং দাম্পত্য জীবনে সন্তান লাভের ক্ষেত্রেও চন্দ্রের ভূমিকা রয়েছে। সে ক্ষেত্রে চন্দ্রের সঙ্গে শুক্র বা বৃহস্পতি যদি একই সমভাবাপন্ন বা বন্ধুত্বপূর্ণ অবস্থায় অবস্থান করে, তবে দাম্পত্য জীবনে সুসন্তানের লাভ করা যায়।

তবে চন্দ্রকে তুষ্ট করার জন্য চন্দন কাঠ বা মুক্তোর জপমালা ধারণ করতে পারেন। রুপোর গহনার ব্যবহার করতে পারেন। সাদা পোশাক পরিধান করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বা বাড়ির ঠাকুরের স্থানে রৌপ্য প্রতিমা রাখলেও ভালো ফল পাওয়া যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!