এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দারুন খেলা হয়েছে”, বিজেপিকে “ভালো টিম” বলায় অনুব্রতকে নিয়ে বাড়ছে জল্পনা!

“দারুন খেলা হয়েছে”, বিজেপিকে “ভালো টিম” বলায় অনুব্রতকে নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম জেলায় তিনি দাপুটে নেতা হিসেবে পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক। প্রতিবার নির্বাচনের আগেই তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় বিরোধী রাজনৈতিক দলগুলো। এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি। যার কারনে বীরভূম জেলায় নির্বাচনের আগে সেই অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু নজরবন্দী করার পরেও অনুব্রতবাবু জানিয়ে দিয়েছিলেন, তিনি ভোটের দিন খেলা দেখাবেন। স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যকে কার্যত পরোক্ষ হুমকি বলে অভিযোগ করতে শুরু করেছিল একাংশ।

আর ভোট শেষের পর সাংবাদিক বৈঠকে “দারুন খেলা হল” বলে মন্তব্য করতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। পাশাপাশি ভালো টিমের সঙ্গে খেলা হল বলেও দাবি করলেন তিনি। স্বাভাবিক ভাবেই গোটা রাজ্যজুড়ে এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে অনুব্রত মণ্ডল এই মন্তব্য করে তাহলে কি বিজেপিকে “ভালো টিম” বলে অভিহিত করলেন? এখন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যে অনুব্রত মণ্ডল উঠতে-বসতে বিজেপিকে কটাক্ষ করেন, ভোট শেষে তার গলায় প্রতিপক্ষকে “ভালো টিম” বলে এই মন্তব্য এখন রীতিমত শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যজুড়ে।

বস্তুত, বৃহস্পতিবার বীরভূম জেলার সব আসনেই শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রথম থেকেই এই বীরভূম জেলার নির্বাচনের দিকে নজর ছিল সকলের। আর ভোট শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে “দারুন খেলা হল” বলে মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “খেললাম। ফাইন খেলা হল। দারুন খেলা হয়েছে। ভালো টিমের সঙ্গে খেলা হয়েছে।” আর তার এই মন্তব্য নিয়েই এখন শুরু হয়ে গিয়েছে চর্চা।

যেখানে প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি এবং তাকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত মণ্ডল এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ভালো টিমের সঙ্গে খেলা হয়েছে বলে কি বোঝাতে চাইলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি? তাহলে কি বিজেপি তার জেলায় অত্যন্ত প্রাসঙ্গিক?

আর সেই কারণে তিনি বিজেপির নাম না করলেও, “ভালো টিমের সঙ্গে খেলা হল” বলে পরোক্ষে গেরুয়া শিবিরের প্রশংসা করলেন? এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। বলা বাহুল্য, গত লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কত আসন পাবে, তা নিয়ে রীতিমত বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে তিনি অনেকটাই চাপে পড়ে গিয়েছিলেন। তিনি যে মন্তব্য করেছিলেন, তাতে তার সেই কথা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেকদিন আগে থেকেই সভা-সমিতি থেকে বিজেপিকে তিনি গুরুত্ব দিতে নারাজ বলে জানিয়ে দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। কিন্তু ভোট শেষে নাম না করলেও, বিজেপিকেই যে “ভালো টিম” বলে আখ্যা দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি, সেই ব্যাপারে নিশ্চিত সমালোচক মহলের একাংশ।

বিরোধীদের অনেকে বলছেন, অনুব্রত মণ্ডল বাস্তব সত্য উপলব্ধি করতে শুরু করেছেন। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে স্বীকার করে নিতে হয়েছে বিজেপি ভালো টিম। এক্ষেত্রে মুখে তিনি বিজেপির নাম না নিলেও, মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ভালো টিমের সঙ্গে খেলা হয়েছে। তবে শুভ শক্তির সঙ্গে যদি অশুভ শক্তির খেলা হয়, তাহলে অশুভ শক্তির পরাজয় নিশ্চিত। এক্ষেত্রে তৃণমূল এবার আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না বলেই দাবি করছে গেরুয়া শিবিরের একাংশ।

তবে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য বিজেপিকে কটাক্ষ করে, নাকি বাস্তবে তিনি এই মন্তব্যের মধ্যে দিয়ে গেরুয়া শিবিরকে কিছুটা হলেও প্রশংসিত করলেন, এখন তা নিয়েই জল্পনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে ভোট শেষে “দারুন খেলা হয়েছে” বলে অনুব্রত মণ্ডলের প্রতিপক্ষ টিমকে “ভালো টিম” বলা মন্তব্য নিয়েই এখন চর্চা শুরু বঙ্গ রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!