ওয়ার্নারের শটে নেটে ফিরল ফিল হিউজের স্মৃতি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতীয় বংশোদ্ভূত খেলা June 8, 2019 বিশ্বকাপের মাঝেই – ফিল হিউজ, রামন লাম্বার স্মৃতি ফিরে আসল ফের একবার। তবে তা ক্রিকেট মাঠে নয়, প্র্যাকটিস চলাকালীন। কাল হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথ। তার জন্য আজ নেটে গা ঘামাচ্ছিলেন ডেভিড ওয়ার্নাররা। আর সেখানেই ঘটল মারাত্মক এক দুর্ঘটনা। অস্ট্রেলিয়ার অনুশীলনে ফিরে এল ফিল হিউজের স্মৃতি! নেট প্র্যাকটিস করছিল টিম অস্ট্রেলিয়া। নেটে ব্যাটিংয়ের সময় ডেভিড ওয়ার্নারের শট ভারতীয় বংশোদ্ভূত নেট বোলার জয় কিষাণের মাথায় লাগে। নেটে তখন ওয়ার্নারের সঙ্গে ম্যাক্সওয়েল ব্যাট করছিলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - মাথায় বল লাগতেই জয় কিষাণ মাটিতে পড়ে যান ও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় এক্স-রেও করা হয়। চিকিৎসক দল আপাতত তাঁকে পর্যবেক্ষনে রেখেছেন, কিন্তু তাঁর স্থিতাবস্থা সম্পর্কে এখনও সরকারিভাবে কিছু জানা যায় নি. এদিকে, ঘটনার আকস্মিকতায় অজি টিম ম্যানেজমেন্টকে বেশ উদ্বেগে থাকতে দেখা যায়। বিচলিত ছিলেন খোদ ডেভিড ওয়ার্নারও। এই দুর্ঘটনার জেরে আপাতত জয় কিষাণের জন্য প্রার্থনা করছেন গত বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীরা। সবমিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া দ্বায়রাতের আগে থমথমে ক্রিকেট বিশ্ব। আপনার মতামত জানান -