এখন পড়ছেন
হোম > জাতীয় > BIG BREAKING – বন্ধ হতে চলেছে দিল্লির বিখ্যাত জামা মসজিদ, জেনে নিন বিস্তারিত

BIG BREAKING – বন্ধ হতে চলেছে দিল্লির বিখ্যাত জামা মসজিদ, জেনে নিন বিস্তারিত


দেশজুড়ে করোনার ভয়াবহতা অনেক আগেই টের পেয়েছে মানুষ। তার মধ্যে দিল্লির অবস্থা যে এই মুহূর্তে করোনার নিরিখে চূড়ান্ত অসহনীয় তা আর বলার অপেক্ষা রাখেনা। করনা সংক্রমণের তালিকার দিকে তাকালেই টের পাওয়া যাবে তা। সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আদিকালেই লকডাউন শুরু হয়েছিল। প্রাথমিকভাবে সেই সময় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পরবর্তীতে করোনা সংক্রমণ বানের জলের মত বাড়তে শুরু করে।

ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরেও করোনার লক্ষণ ফুটে উঠেছে বলে জানা গেছে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রকের সচিবেরও করোনা হয়েছে বলে খবর। তাই এবার ঝুঁকি না নিয়ে করোনা আতঙ্কে বন্ধ হতে চলেছে দিল্লির বিখ্যাত জামা মসজিদ। ইতিমধ্যে সেখানকার শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী বুধবার জানিয়ে দিয়েছেন, বর্তমানে দিল্লির করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করতে চলেছে। আর সেই কারণেই জামা মসজিদকে বন্ধ করা হতে পারে।

ইতিমধ্যে খবর, জামা মসজিদের শাহী ইমামের সচিব আমানুল্লাহ মঙ্গলবার রাতে সফদরজং হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান। ইতিমধ্যে দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1366 জন। আর এর ফলে দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 31309। সরকারি হিসাব অনুযায়ী করোনা ভাইরাসের কারণে এখনো পর্যন্ত দিল্লি থেকে 905 জন প্রাণ হারিয়েছেন। এদিকে জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী তার সচিবের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন সর্বসম্মুখে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আহমেদ বুখারী বর্তমানে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে চরম আতঙ্ক প্রকাশ করেছেন। আর সে কারণেই যে জামা মসজিদ আবার বন্ধ করে দেওয়া হবে তা জানাতে ভোলেননি তিনি। অন্যদিকে তিনি আরও জানিয়েছেন, হয়তো কয়েক দিনের মধ্যেই হয় জামা মসজিদ বন্ধ করে দেওয়া হবে না হলে মসজিদে নামাজ পড়া মানুষের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আনলক ওয়ান ঘোষণা করার পর 8 ই জুন থেকে জামা মসজিদ খোলা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে সৈয়দ বুখারী সবাইকে পরামর্শ দিয়েছেন, এই মুহূর্তে যেকোনো মসজিদ থেকে মানুষকে দূরে থাকার জন্য।

তাতে সামাজিক দূরত্ব বিধি-নিষেধ বজায় থাকবে। অন্যদিকে খবর, দেশজুড়ে বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছে ইদানীং। বিশেষজ্ঞদের মতে, খুব সম্ভবত সেই কারণেই করোনা সংক্রমণ হঠাৎ করে এতটা বেড়ে গেছে। আর এই নিয়েই শুরু হয়েছে বর্তমান রাজনৈতিক বিতর্ক। তবে পরিযায়ী শ্রমিকদের ফেরার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশঙ্কা প্রকাশ করেছিলেন সংক্রমণ বাড়ার ব্যাপারে। তবে যেভাবে দেশের সর্বত্র করোনা দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে, তা থেকে বাঁচতে এই মুহূর্তে পরিত্রাহি চেষ্টা চালাচ্ছে দেশের সরকার থেকে চিকিৎসক, সাধারণ মানুষ থেকে তাবড় তাবড় বৈজ্ঞানিক ও ডাক্তার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!