এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিল্লি থেকে ফিরে এসেই মমতার সঙ্গে রাজধানী সফরের, অভিষেকের পদক্ষেপ ঘিরে জল্পনা!

দিল্লি থেকে ফিরে এসেই মমতার সঙ্গে রাজধানী সফরের, অভিষেকের পদক্ষেপ ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে জুলাইয়ের কর্মসূচি শেষ করেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে একদিন দিল্লিতে থেকে আবার কলকাতায় ফিরে এসেছেন তিনি। আর এই পরিস্থিতিতে আগামী 26 তারিখে দিল্লি সফর করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার দিল্লিতে পা রাখতে চলেছে তৃণমূলের অঘোষিত সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই দিল্লি থেকে ফিরে এসে আবার নেত্রীর সঙ্গে তাঁর এই দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

অনেকে বলছেন, সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের এখন প্রধান মুখ হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাকে সাথে করে আবার দিল্লি সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে আলাপচারিতা থেকে শুরু করে সংগঠনকে আরও বেশি করে চাঙ্গা করার জন্য তৃণমূলের পক্ষ থেকে সেতুবন্ধনের দায়িত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার ক্ষমতা দখলের পেছনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একাধিক পরিকল্পনা। আর তারপরেই সর্বভারতীয় ক্ষেত্রে দলের বিস্তার লাভের ক্ষেত্রে তার মতো তরুণ তুর্কি মুখকে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে তাকে কার্যত অঘোষিত সেকেন্ড ইন কমান্ড করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর করে আগামী সপ্তাহে দিল্লির মাটিতে বিজেপি বিরোধিতার সুতো পাকানোর কাজ করার চেষ্টা করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই দলের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি রাখতে চাইছেন। আর সেই কারণে সর্বভারতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে আগামী দিনে পথ চলতে যাতে কোনো অসুবিধা না হয়, তার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। আর সেই কারণেই দিল্লির রাজনৈতিক পরিবেশ কেমন, তা নিজের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দিল্লিতে গিয়ে তৃণমূল নেত্রী বিজেপি বিরোধিতার জন্য যেমন বিরোধী মহাজোট গঠনের ক্ষেত্রে তৎপরতা দেখাতে পারেন, ঠিক তেমনই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে পারেন বলেও মনে করা হচ্ছে।

সে দিক থেকে রাজনৈতিক ও প্রশাসনিক বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দাবি করছেন একাংশ। অর্থাৎ বাংলার বাইরে সংগঠনকে বিস্তার করার জন্য ধীরে ধীরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা বলাই যায়। সব মিলিয়ে নেত্রীর সঙ্গে দিল্লি সফরের মধ্য দিয়ে সংগঠনের জন্য কোনো বড় চমক দেখাতে পারেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!