এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > দিলীপ ঘোষের হাত ধরে মেদিনীপুরে শক্তিবৃদ্ধি গেরুয়া শিবিরের

দিলীপ ঘোষের হাত ধরে মেদিনীপুরে শক্তিবৃদ্ধি গেরুয়া শিবিরের


লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের 42 টি কেন্দ্রে ঘাসফুল ফোটানোর শপথ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার সেই আশা পূর্ণ হয়নি। উল্টে বিজেপি এই রাজ্যে 18 টি আসন দখল করেছে। অন্যদিকে মোটে 22 টি আসন দখল করেই শান্ত থাকতে হয়েছে ঘাসফুল শিবিরকে।

আর লোকসভায় বিজেপির এহেন অভূতপূর্ব ফলাফলের পরই দিকে দিকে তৃণমূলের জনপ্রতিনিধিরা পদ্ম শিবিরে নাম লেখাতে শুরু করেছেন। প্রচুর কাউন্সিলর এবং তৃণমূল বিধায়করা বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের সংগঠনকে শক্তিশালী করছেন। আর এমতাবস্থায় এবার মেদিনীপুরের এগড়া বিধানসভায় তৃণমূল সহ অন্যান্য দল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে।

বস্তুত, এই মেদিনীপুরে এবার জয়লাভ করেছেন বিজেপির দিলীপ ঘোষ। আর তাঁকেই সংবর্ধনা জানাতে এদিন এগড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানেই প্রচুর কর্মী সমর্থক বিজেপিতে নাম লেখান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি।

ভাটপাড়ার লাগাতার অশান্তির ঘটনা নিয়ে এদিন তৃণমূলকে বিঁধতে গিয়ে তিনি বলেন, “আগেই এই ব্যাপারটি কড়া হাতে সরকারের দমন করার দরকার ছিল। কিন্তু তা করা হয়নি। প্রশাসন চালানোর এদের আর কোনো যোগ্যতা নেই। তৃণমূলের নেতারা এখন সাধারন মানুষের টাকা লুট করছে। উপর থেকে নিচ পর্যন্ত এই তোলাবাজি চলছে। এবার হিসেব দেওয়ার সময় এসেছে। যার কাছ থেকে যত টাকা নেওয়া হয়েছে, অবিলম্বে তা দিতে হবে।”

অন্যদিকে কাটমানি নিয়ে এখন মুখ্যমন্ত্রী সরব হলেও তিনি প্রথম থেকেই এই ব্যাপারে সমস্ত কিছু জানতেন বলেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্যের পর দিকে দিকে তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে পদ্ম শিবিরের পতাকা ধরায় রাজ্যে ক্রমশ শক্তিবৃদ্ধি হচ্ছে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!