এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নিয়ে নির্বাচন কমিশনে সর্বদল বৈঠকে কি হল, কবে হবে নির্বাচন?

পঞ্চায়েত নিয়ে নির্বাচন কমিশনে সর্বদল বৈঠকে কি হল, কবে হবে নির্বাচন?


গতকাল রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির সূচনা পর্বে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ রাজ্যের সবক’টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে করলেন। সেই বৈঠকের শেষে জানা যায় যে নির্বাচন হয়ে যেতে পারে মে মাসের মধ্যেই। তবে নির্বাচনের সম্ভাব্য তারিখ কী হতে পারে সেই বিষয়ে এদিনের বৈঠকে কোনো ইঙ্গিত পাওয়া যায় নি। এই সর্বদলীয় বৈঠকে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম-সহ সব দলের প্রতিনিধিই উপস্থিত ছিলন। বৈঠক সমাপ্তির পরে বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমের কাছে নির্বাচনের প্রকৃতি ও মানুষের স্বর্তস্ফূর্ত অংশ গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে রাজ্য বিজেপির পক্ষ থাকে এদিন বলা হয়েছে যে ১১ই এপ্রিল পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এই সময়ের আগে নির্বাচনী প্রচারে মাইক ব্যবহার করা যাবেনা। তাই কোনো মতেই ১১ ই এপ্রিলের আগে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। এই সময় ১১ ই এপ্রিলের আগে কমিশন যদি বিজ্ঞপ্তি জারি করে তবে বিজেপির তরফ থেকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিশেষ সূত্রে প্রাপ্ত খবর অনুসারে মে মাসের ১৬ তারিখের মধ্যে পঞ্চায়েত নির্বাচন পর্ব সম্পন্ন হতে পারে। বিজ্ঞপ্তি জারী হওয়ার সম্ভবনা এপ্রিলের শেষ সপ্তাহে। এরপর তিনি দফায় সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া টি চলবে। প্রসঙ্গত উল্লেখ্য বোলপুরের প্রশাসনিক সভায় তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে জুলাই বা আগষ্টে পনায়েত নির্বাচন হতে পারে এমন বার্তা দিয়েছিলেন । আর এই বার্তা কে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে রাজ্য জুড়ে চলছিলো নানা জল্পনা-কল্পনা। আজকের বৈঠকের পর কিছু প্রশ্নের উত্তর মিললেও, নির্বাচনী নির্ঘন্ট ঘিরে জট রায়েই গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!