এখন পড়ছেন
হোম > জাতীয় > কাঁটায় ঝোলা ৭ আসনের খুঁটিনাটি যা ঠিক করবে কর্ণাটকের রাজনৈতিক ভবিষ্যৎ

কাঁটায় ঝোলা ৭ আসনের খুঁটিনাটি যা ঠিক করবে কর্ণাটকের রাজনৈতিক ভবিষ্যৎ


নির্বাচন কমিশন সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী কর্ণাটক বিধানসভায় এখনো ৩৬ টি আসনের গণনার কাজ চলছে। তারফলে এখনো পর্যন্ত যা হিসেব তা প্রতিটি রাজনৈতিক দলের জয় এবং এগিয়ে থাকার হিসাবে। আর তাই, শেষ ফলাফলে অন্য ফলাফল সামনে আসতেই পারে। এই ৩৬ টি আসনের মধ্যে ২৯ টি আসনেই প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে বিশাল ব্যবধানে এগিয়ে থাকায়, সেখানে বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তার মধ্যে ৭ টি আসন আছে যা খুবই অল্প ব্যবধানের মধ্যে আছে, ফলে তা বদলে দিতে পারে অনেক সমীকরণ। একনজরে দেখে নেওয়া যাক সেই সাতটি আসনের খুঁটিনাটি –

১. কৃষ্ণরাজনগর – জেডিএস প্রার্থী নিকটতম কংগ্রেস প্রার্থীর থেকে মাত্র ২ হাজার ভোটে এগিয়ে, কিন্তু যেহেতু জেডিএস ও কংগ্রেস জোট করে সরকার গঠনের চিন্তা করছে, তাই এই আসনটিও আপাতত মূল্যহীন হয়ে পড়ল

২. দাসারাহাল্লি – জেডিএস প্রার্থী নিকটতম বিজেপি প্রার্থীর থেকে মাত্র ৬ হাজার ভোটে এগিয়ে
৩. গুলবার্গ উত্তর – কংগ্রেস প্রার্থী নিকটতম বিজেপি প্রার্থীর থেকে মাত্র ৬ হাজার ভোটে এগিয়ে
৪. খানাপুর – কংগ্রেস প্রার্থী নিকটতম বিজেপি প্রার্থীর থেকে মাত্র ৫ হাজার ভোটে এগিয়ে
৫. কুন্ডগোল – কংগ্রেস প্রার্থী নিকটতম বিজেপি প্রার্থীর থেকে মাত্র ৬০০ ভোটে এগিয়ে

অর্থাৎ – এই ৪ টি আসনের মধ্যে ২-৩ টি আসন যদি বিজেপির দিকে আসে তাহলে সরকার গঠনের জায়গায় চলে যাবে বিজেপি। কিন্তু, অন্যদিকে

৬. গুলবার্গ দক্ষিণ – বিজেপি প্রার্থী নিকটতম কংগ্রেস প্রার্থীর থেকে মাত্র ৫ হাজার ভোটে এগিয়ে
৭. দেবার হিপ্পার্গি – জেডিএস প্রার্থী নিকটতম জেডিএস প্রার্থীর থেকে মাত্র ৯০ ভোটে এগিয়ে

অর্থাৎ এই দুটি আসনের একটিও যদি বিজেপির হাত থেকে বেরিয়ে যায়, সরকার গঠনের সম্ভাবনা একপ্রকার অসম্ভব হয়ে পর্বে গেরুয়া শিবিরের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!