এখন পড়ছেন
হোম > খেলা > IPL 2019: অকশনের আগে একনজরে KKR-এর ফুল স্কোয়াড, পকেটে কত টাকা? কাদের রাখল বা ছেড়ে দিল?

IPL 2019: অকশনের আগে একনজরে KKR-এর ফুল স্কোয়াড, পকেটে কত টাকা? কাদের রাখল বা ছেড়ে দিল?


আইপিলের দ্বাদশ এডিসন শুরু হতে চলেছে মধ্যেই, তার আগে কলকাতায় প্রথমবারের জন্য বসছে আইপিএলের অকশনের আসর। আগামী ১৯ শে ডিসেম্বর সেই অকশনের আগে, সব দলই পুরোনো বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে, নতুন বেশ কিছু প্লেয়ারকে দলে নিয়েছে। স্বাভাবিকভাবেই, নিলামের দিন বাকি প্লেয়ার কিনে, দল পরিকল্পনায় সবাই।

কিন্তু, সেই নিলাম শুরুর আগে এক এক করে দেখে নিন কোন দলে কোন প্লেয়ার রয়েছেন? কাদেরই বা দল থেকে ছেড়ে দেওয়া হল? নিলামের আগে কার পকেটে কত টাকা রয়েছে? সেই টাকা দিয়ে কতজন দেশী বা বিদেশী খেলোয়াড় কিনতে পারবে? সব কিছু একনজরে। আজ কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে রইল সমস্ত তথ্য –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে দলে রয়েছেন –
১. সুনীল নারিন – ১২ কোটি ৫০ লক্ষ (বিদেশী)
২. আন্দ্রে রাসেল – ৮ কোটি ৫০ লক্ষ (বিদেশী)
৩. দীনেশ কার্তিক – ৭ কোটি ৪০ লক্ষ
৪. কুলদীপ যাদব – ৫ কোটি ৮০ লক্ষ
৫. নিতীশ রানা – ৩ কোটি ৪০ লক্ষ
৬. কমলেশ নাগারকোটি – ৩ কোটি ২০ লক্ষ
৭. শিবম মাভি – ৩ কোটি
৮. শুভম গিল – ১ কোটি ৮০ লক্ষ
৯. লোকি ফার্গুসন – ১ কোটি ৬০ লক্ষ (বিদেশী)
১০. রিঙকু সিং – ৮০ লক্ষ
১১. হ্যারি গার্নে – ৭৫ লক্ষ (বিদেশী)
১২. প্রসিদ্ধ কৃষ্ণ – ২০ লক্ষ
১৩. সন্দীপ ওয়ারিয়র – ২০ লক্ষ
১৪. সিদ্ধেশ লাড – ২০ লক্ষ (নতুন এসেছেন)

বর্তমানে দলে রয়েছেন – মোট ১৪ জন, বিদেশী – ৪ জন
খরচ হয়েছে – ৪৯ কোটি ৩৫ লক্ষ
নিলামের জন্য হাতে রয়েছে – ৩৫ কোটি ৬৫ লক্ষ
নিলামে কিনতে পারবে – আরও ৪ জন বিদেশী সহ মোট ১১ জনকে

যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে –
১. আনরিচ নরজে (বিদেশী)
২. কার্লোস ব্রেথওয়েট (বিদেশী)
৩. ক্রিস লিন (বিদেশী)
৪. জো ডেনলি (বিদেশী)
৫. কেসি কারিয়াপ্পা
৬. ম্যাট কেলি (বিদেশী)
৭. নিখিল নায়েক
৮. পীযূষ চাওলা
৯. পৃথ্বীরাজ ইয়ারা
১০. রবিন উথাপ্পা
১১. শ্রীকান্ত মুণ্ডে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!