এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কেন্দ্রের নির্দেশ অমান্য করে সোজা চাকরী থেকে ইস্তফা আলাপনের, কে এলেন তাঁর জায়গায়?

কেন্দ্রের নির্দেশ অমান্য করে সোজা চাকরী থেকে ইস্তফা আলাপনের, কে এলেন তাঁর জায়গায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য কেন্দ্র দড়ি টানাটানির মধ্যে এবার সিদ্ধান্ত নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় নিজেই। মুখ্যসচিব হিসেবে আজকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন। চাকরির মেয়াদ বৃদ্ধির ফলে আগামী তিন মাস কেন্দ্রের সচিবালয় থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে রাজি নন। আর তার জেরেই আলাপন বন্দ্যোপাধ্যায় এবার শেষ সিদ্ধান্ত নিলেন। তিনি আজকে নিয়মমাফিক ইস্তফা প্রদান করলেন। এবং সাথে সাথেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োজিত হলেন।

একই সাথে রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিব হিসেবে রেখে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকদিনে দিল্লির কাছে একের পর এক আবেদন করেছেন। কিন্তু তাতেও সুবিধা কিছু হয়নি বরং কেন্দ্র তাঁদের নির্দেশে অটল থাকে। যথারীতি আলাপন বন্দ্যোপাধ্যায় আর কোন উপায় না দেখে মুখ্যসচিব পদ থেকে ইস্তফা দিলেন। অন্যদিকে জানা গিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার রুল 6 (1) অনুযায়ী জানা যায়, রাজ্যের কোন অফিসারকে যদি কেন্দ্র নিয়োগ করতে চায় তাঁদের অধীনে, তাহলে কেন্দ্র-রাজ্য সম্মত হতে হয়। যদি রাজ্যের সঙ্গে কোনভাবে মতান্তর ঘটে, তাহলে কেন্দ্রের সিদ্ধান্তই প্রাধান্য পায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই নিয়মটি বেছে নিয়েছিল কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক। কিন্তু সময়ের সাথে সাথে আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রিপোর্ট করা অনিবার্য হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত আলাপন বন্দ্যোপাধ্যায় আর কোন কিছু না ভেবে সোজা রাস্তা বেছে নিয়ে ইস্তফা দিয়ে দিলেন। এদিন বিকেলে কেন্দ্রীয় কর্মী বর্গ মন্ত্রকের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নতুন করে চিঠি পাঠানোর পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার কথা। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে তিনি জানালেন, শুধুমাত্র প্রতিহিংসামূলক রাজনীতির জন্য কেন্দ্র এই কাজ করেছে।

রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলা চলছে যখন, তখন রাজ্যের প্রধান বা সর্বোচ্চ আমলাকে বদলি করার নির্দেশ সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায়ের মত মানুষের চাকুরী জীবনের শেষে এভাবে বদলি হওয়াকে মেনে নেওয়া যায়না বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই। আপাতত রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন এতদিন স্বরাষ্ট্রসচিব পদে থাকা হরিকৃষ্ণ দ্বিবেদী এবং তাঁর জায়গায় অর্থাৎ নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা। সব মিলিয়ে মুখ্যসচিব বদলি নিয়ে বিগত কয়েকদিনের টানাপোড়েনের অবসান করলেন আলাপন বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আপাতত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকেও কড়া নজর রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!