এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দিলীপের পর এবার লকডাউনের বিধি পুলিশের নিশানায় আরও দুই হেভিওয়েট বিজেপি নেতা-নেত্রী

দিলীপের পর এবার লকডাউনের বিধি পুলিশের নিশানায় আরও দুই হেভিওয়েট বিজেপি নেতা-নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসকে আটকাতে চলছে লকডাউন। তবে সেই লকডাউন নিয়ে শাসক-বিরোধী তরজা কিন্তু কম নেই। বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমাবেশ করতে গেলে বিরোধীদের এই লকডাউনের নাম করে আটকানো হচ্ছে। তবে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি করা হলেও তাতে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির। সাম্প্রতিককালে হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্মরণসভায় গিয়ে জমায়েত করলে দিলীপ ঘোষের নামে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

যার পরেই এই গোটা ঘটনা নিয়ে সরব হয় ভারতীয় জনতা পার্টি। আর এবার দিলীপবাবুর পর লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব ভেঙে জমায়েত এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল এবং উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ বাহিনীর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ‌।

জানা গেছে, সোমবার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু, চোপড়ায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যু এবং দাড়িভিট কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল এবং জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বিজেপি লকডাউনের মধ্যে প্রচুর কর্মী সমর্থক নিয়ে এই বিক্ষোভ করায় রীতিমত পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। আর এই ঘটনা নিয়েই সরব হয় ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, তৃণমূলের নির্দেশে বারবার পুলিশ বিজেপি নেতাদের মামলা দায়ের করছে এভাবে বিজেপিকে রোখা যাবে না।” এদিকে এই প্রসঙ্গে পুলিশ আইন মেনে কাজ করেছে যা বলে জানান রায়গঞ্জের ডিএসপি প্রসাদ প্রধান। অন্যদিকে বিজেপির এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃনমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, “তৃনমুল, পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিজেপি এই রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে না।” সব মিলিয়ে এবার উত্তর দিনাজপুরে বিজেপির বিক্ষোভ সমাবেশ নিয়ে ব্যাপক প্রশ্ন তুলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের ঘটনাকে নিয়ে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!