এখন পড়ছেন
হোম > রাজ্য > রামনবমীতেই রাজ্য সরকারের বিরুদ্ধে লঙ্কাকান্ড বাধানোর হুমকি দিলীপ ঘোষেদের

রামনবমীতেই রাজ্য সরকারের বিরুদ্ধে লঙ্কাকান্ড বাধানোর হুমকি দিলীপ ঘোষেদের

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় রাজ্যবাসী কে নির্দেশের সুরে জানিয়েছিলেন রাম নবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। স্বরাষ্ট্র সচিবের দপ্তর থেকে পুলিশকে একটি রুট ম্যাপ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এই রুট দিয়েই মিছিল যাবে। আর এরপরেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনে বললেন, ”পরম্পরা অনুযায়ী রামনবমী পালন করা হবে। সারা রাজ্যেই পালন করা হবে। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে তবে লঙ্কাকাণ্ড বাধবে।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন  bengali.priyobandhu.com – তে 

রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার বিষয়টি নিয়ে প্রশাসনের বলার অধিকার নেই। এমনকী কোর্টও এটা বলতে পারে না। এটা পরম্পরা, প্রস্তুতি, স্বাভিমান আর অভিমানের প্রশ্ন। এই জন্য কোর্ট এবং সরকরের অনেক আগে থেকেই রামনবমী এবং তার শোভাযাত্রা চলে আসছে। এটা মানুষের আত্মসম্মানের প্রশ্ন। প্রতিটি জেলায় রামনবমীর শোভাযাত্রা বেরবে।” বিরোধী শিবিরের এ হেন বক্তব্যে রাজ্য সরকারের নির্দেশেই সারা রাজ্যজুড়েই সতর্কতা জোরদার করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় শাসক দলের রামনবমী পালন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানকে মাধ্যম করে সাধারণ মানুষের কাছে বিজেপির প্রিয়পাত্র হতে চাওয়ার বাসনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিরস্কার করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার।অন্যদিকে তৃণমূলের রামনবমী নিয়েও বিজেপির কটাক্ষ বিজেপি পঞ্চায়েত ভোট নিজের কাছে টানতে রামনবমী করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!