এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষকে আটকানো থেকে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ, তোলপাড় বাংলা

দিলীপ ঘোষকে আটকানো থেকে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ, তোলপাড় বাংলা


আমফান বিপর্যস্ত এলাকা বারুইপুরে ত্রাণ বিলি করতে যাওয়ার সময় বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাটুলিতে তাঁকে আটকে দিল পুলিশ। ঢালাই ব্রিজের কাছে ব্যারিকেডের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তাঁর গাড়ি। পুলিশি বাধা পেয়ে ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতি। প্রতিবাদে ক্যানিং রোড অবরোধ বিজেপি করে বিজেপি কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এইসময় অভিযোগ, আড়াই ঘন্টা আটকে রাখা হয় দিলীপ ঘোষকে আর এই নিয়ে বারুইপুর রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। তারপরই বিজেপি কর্মীরদের উপর মারধর করা হয়। তৃণমূলের লোকেরা নাকি এমনটা করেছে বলে দাবি করেন দিলীপবাবু। অন্যদিকে অভিযোগ উঠেছে প্রথমে কথাকাটাকাটি তারপর ধস্তাধ্বস্তি আর তারপর বিজেপি কর্মীদের উপর আবাদে পুলিশ লাঠি চালায়। ছাড় পাননি মহিলারাও। এদিকে কয়েকজন বিজেপি কর্মীর মাথাও ফেটে গেছে। পরিস্থিতি উত্তাল। এদিকে দিলীপবাবু ব্যাক করেছেন।

দিলীপবাবু এদিন বলেন, আমাকে যেতে দেওয়া হলো না, আটকানো হলো তবে আমি কোনো রাজনৈতিক কার্যক্রম এর জন্য যায়নি। শুধু মানুষজনকে দেখতে গিয়েছিলাম, তা দেওয়াটা হলো। বার বার মুখ্যমন্ত্রী বলছেন রাজনীতি করবেন না এটাচ তিনিই রাজনীতি করছেন। আমরা এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে সব জানাবো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!