এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে যোগ দিয়েই স্বয়ং রাজ্য সভাপতির কাছে বড়সড় স্বীকৃতি পেতে চলেছেন শোভন চ্যাটার্জি

বিজেপিতে যোগ দিয়েই স্বয়ং রাজ্য সভাপতির কাছে বড়সড় স্বীকৃতি পেতে চলেছেন শোভন চ্যাটার্জি


সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবারই বিজেপিতে যোগ দেন তৃনমূলের শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নানা জল্পনা চলছিল, কিন্তু বারেবারেই তিনি জানিয়ে এসেছিলেন, দরকার হলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন না।

কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমদিনকার সঙ্গী শোভনবাবুকে, সেই অবস্থান থেকে সরিয়ে নিজেদের দলে যোগদান করাতে পেরে, তৃণমূল শিবিরকে যে বড়সড় ধাক্কা দিল গেরুয়া শিবির, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। এতদিন তৃণমূল নেতাদের বিজেপিতে নিয়ে আসার কাজটা মূলত করছিলেন মুকুল রায়। যা খোলা মনে মেনে নিতে পারছিলেন না দিলীপ ঘোষ শিবির বলে জল্পনাও ছড়িয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান পর্ব কার্যত হল দিলীপ-শিবিরের হাত ধরেই। আর তাই, এদিন এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে দলে স্বাগত জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “শোভন চট্টোপাধ্যায়ের মতো রাজনীতিক আমাদের দলে আসায় বিজেপি আরও চাঙ্গা হবে। এত বড় নেতা দলে এসেছেন, তিনি পার্টি অফিসে আসবেন। আমরা তাঁকে সম্মান জানাব।”

এতদিন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর অনেক নেতাকেই – নতুন দলে সম্মান পাচ্ছেন না বলে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে। অনেকে তো আবার বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলেও ফিরে গেছেন। আর এর একটা বড় কারণ ছিল, দিলীপ ঘোষ শিবিরের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা না থাকা বলেই গেরুয়া শিবিরের অন্দরমহলের দাবি। কিন্তু, শোভন চ্যাটার্জিকে দলে নিয়েই যেভাবে ‘সম্মান’ জানানোর কথা জানালেন দিলীপ ঘোষ – তা যে গেরুয়া ইনিংসের শুরুতেই শোভন চ্যাটার্জির বড় ‘স্বীকৃতি’ মেনে নিচ্ছেন সকল সংশ্লিষ্ট মহলই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!