এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লিতে ‘মহাচমক’ মুখ্যমন্ত্রীর,নরেন্দ্র মোদীর ‘গুরুর’ সঙ্গে একান্ত বৈঠকে বড় জল্পনা

দিল্লিতে ‘মহাচমক’ মুখ্যমন্ত্রীর,নরেন্দ্র মোদীর ‘গুরুর’ সঙ্গে একান্ত বৈঠকে বড় জল্পনা

৩০ জুলাই তিন দিনের দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। এরই মধ্যে কাজের ফাঁকে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানীর সঙ্গে দেখা করেন নেত্রী। ২০ মিনিটের সাক্ষাৎ-তে প্রবীন নেতার স্বাস্থ্য সম্পর্কিত বার্তালাপ হয়েছে।  

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

রাজনৈতিক সূত্রের খবর থেকে আরো জানা গেছে,এদিন বিকেল ৫ টা নাগাদ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী,৬ টা নাগা দেবগৌড়া এবং রাত ৮ টা নাগাদ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন। এছাড়া সংসদেও বহু বিরোধী দলের বিশিষ্ট নেতৃত্বদের সঙ্গে দেখা হয় তাঁর। এদের মধ্যে ছিলেন বহিষ্কৃত বিজেপি সাংসদ কীর্তি আজাদ,কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ,আহমেদ প্যাটেল,সপা এবং বসপা নেতা রাম গোপাল যাদব প্রমুখ।

আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র বিজেপি উৎখাত করতেই অবিজেপি রাজনৈতিক শক্তিগুলোকে একজোট করতে ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছেন নেত্রী। সেই কারণেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসা তাঁর। তবে বিজেপি বিরোধী জোট গঠন নিয়ে বৈঠক করার আগে কোন রাজনৈতিক স্বার্থ নিয়ে তিনি বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করলেন? এটা নিয়ে প্রশ্ন উঠলে তিনি জল্পনার মুখে জল ঢেলে সাফ কথা জানিয়ে দিলেন,আডবানীজির সঙ্গে তাঁর দীর্ঘদিনের আলাপ। সেই সূত্রেই শারীরিক অবস্থা সম্পর্কে জানতেই তাঁর সঙ্গে দেখা করতে যান। একে তিনি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’ বলেই ব্যাখ্যা করলেন এদিন মিডিয়ার সামনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!