এখন পড়ছেন
হোম > অন্যান্য > দক্ষিণের মুখ্যমন্ত্রী পদে জনসাধারণের মনোনয়নে উঠে এলো কোন হেভিওয়েট অভিনেতার নাম?

দক্ষিণের মুখ্যমন্ত্রী পদে জনসাধারণের মনোনয়নে উঠে এলো কোন হেভিওয়েট অভিনেতার নাম?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশের ভোট নিয়ে সারাদেশে আপাতত প্রার্থী মনোনয়নের কাজ চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে জননেতা প্রত্যেকেই ব্যস্ত ভোটের আগে নিজের দলকে নতুন করে গুছিয়ে নিতে। শুধু তাই নয়, ভোটে জিততে গেলে প্রয়োজন আগামীদিনের কাজের কর্মসূচি নির্ধারণ। আর তাই আপাতত উত্তর থেকে দক্ষিণ চারিদিকে শোনা যাচ্ছে সাজো সাজো রব। তবে সম্প্রতি দক্ষিণের মুখ্যমন্ত্রী পদে এক হেভিওয়েট অভিনেতার নাম উঠে আসা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। জানা গেছে, এতদিন ভেলোর ও মাদুরাই এর পর কোয়েম্বাটুরেও পোস্টার পড়েছে তাঁর নামে। ভক্তদের আবেদন তাঁর হাত ধরেই নাকি পরিবর্তন আসবে রাজনীতিতে। তবে কে এই অভিনেতা?

দক্ষিণের থালাইভা রজনীকান্তের ২০১৭ সালেই রাজনীতিতে প্রবেশের কথা শোনা গিয়েছিল। কিন্তু তারপর সেভাবে আর সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। পরবর্তীকালে CAA নিয়েও মোদি সরকারের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। তখন অনেকেই ভেবেছিলেন যে হয়তো এবার বিজেপিতে যোগ দিতে দেখা যাবে তাঁকে। তবে সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সেই জল্পনা দূর করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, রাজনীতিতে তিনি আসবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তাঁর ভক্তদের কথায়, কমল হাসান এখন রাজনীতির ময়দানে সক্রিয়। দিনদিন তাঁর ভালো কাজের খবর শোনা যাচ্ছে। এবার সেইসঙ্গে রজনীকান্ত কেও তাই সক্রিয় রাজনীতিতে আসা উচিত। তাই তিনি আসতে না চাইলেও ভক্তদের বাসনা তারা পূরণ করতে চান। তাঁকে পেতে তাই ভক্তদের কণ্ঠে শোনা যাচ্ছে একটাই কথা, বর্তমান রাজনীতিতে একমাত্র রজনীকান্তই পরিবর্তন আনতে সক্ষম হবেন।

তবে অভিনেতার সঙ্গে কিন্তু কথা বলে শোনা যায় অন্য কথা। তাঁর মতে, তর্কের খাতিরে যদিও বা তিনি রাজনৈতিক দল ঘোষণা করেন, তবুও মুখ্যমন্ত্রী তিনি কোনওদিনই হবেন না। যদি তাঁর দল জেতে তবে অন্য কাউকে তিনি ওই পদের জন্য মনোনীত করবেন। কারণ প্রথম থেকেই তিনি শুধু তামিলনাড়ুর উন্নতি চান, আর বেশি কিছু না! তাঁর কথায়, “জয়ললিতা ও করুণানিধির পর দক্ষিণের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তাই পূরণ করতে শিক্ষিত সমাজেরই এগিয়ে আসা উচিত। তবে তাঁর নাছোড় ভক্তদের কথা আন্না রাখেন কিনা, সেটা দেখাই এখন সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!