এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দল থেকে বহিষ্কারের পরেই বিস্ফোরক শুভেন্দু অনুগামী হেভিওয়েট নেতা

দল থেকে বহিষ্কারের পরেই বিস্ফোরক শুভেন্দু অনুগামী হেভিওয়েট নেতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য তৃণমূল শিবির থেকে শুভেন্দু অধিকারী বিক্ষুব্ধ মনোভাব পোষণ করতেই দেখা যায় তাঁর অনুগামীদের সংখ্যাও নেহাত কম কিছু নয়। তৃণমূলের সঙ্গে যত দূরত্ব বাড়ে শুভেন্দুর, ততই তাঁর অনুগামীর সংখ্যাও বাড়তে থাকে। বিভিন্ন জায়গায় শুভেন্দু অনুগামীদের তৎপরতা চোখে পড়ছে বর্তমানে। শুভেন্দু অনুগামীদের মধ্যে অন্যতম হলেন তৃণমূলের পুরুলিয়া জেলা সম্পাদক গৌতম রায়। অভিযোগ, তৃণমূলে থাকাকালীন ‘দাদার অনুগামী’ পরিচয় দিয়ে গৌতম রায় ‘দাদার অনুগামী’ কার্যালয়ের উদ্বোধন করেন। সে খবর তৃণমূল নেত্রীর কানে পৌঁছানোর সাথে সাথেই এবার তাঁর বিরুদ্ধে নেওয়া হল ব্যবস্থা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল আর কোনরকম যোগাযোগ রাখতে ইচ্ছুক নয়, তা কিন্তু এই হটনা থেকে পরিষ্কার। এবং দলের কেউ যদি ‘দাদার অনুগামী’ হয়ে উঠে থাকেন দলে, তাহলে দল থেকে তাঁকে বহিষ্কার করা হবে। যেরকম পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়কে হতে হলো। গতরাতে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গুরুপদ টুডু গৌতম রায়কে বহিষ্কার করার কথা ঘোষণা করেছেন। আর তারপরেই জেলা নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বহিষ্কৃত হেভিওয়েট তৃণমূল নেতা গৌতম রায়। জানা গিয়েছে, 1998 সাল থেকে তিনি তৃণমূল করছেন। প্রথমে জেলা যুব তৃণমূল সভাপতির পদে তিনি দায়িত্ব সামলান। এরপর দলের হয়ে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর ক্রমশ দূরত্ব বাড়তে থাকে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূলের বিরোধীতা বেড়ে চলে। ‘দাদার অনুগামী’ ব্যানারে তিনি কর্মসূচিও নেন বলে জানা গেছে। সে খবর উপরমহলে পৌঁছাতেই তৃণমূলের তরফ থেকে নেওয়া হলেও কড়া ব্যবস্থা। জেলা তৃণমূলের পক্ষ থেকে গৌতম রায়কে ছয় বছরের জন্য বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। গতকাল পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন, ‘দাদার অনুগামী’ বলে পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন গৌতম রায়। তাই তাঁকে শাস্তিস্বরূপ ছয় বছরের জন্য বহিষ্কার করা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দল তাঁর পাশাপাশি দলের অন্যদেরও চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গুরুপদ টুডু। অন্যদিকে গৌতম রায় তাঁর বহিষ্কার প্রসঙ্গে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর মতে, দলের নিয়ম অনুযায়ী শোকজ নোটিশ আগে পাঠাতে হয়। তারপর বহিষ্কারের ব্যাপারটি সামনে আসে। কিন্তু তৃণমূল দল সে নিয়ম মানেনি। রীতিমতো আক্ষেপ করে গৌতম রায় বলেন, তিনি দলের জন্য জীবনপাত করেছিলেন। তারই উপহারস্বরূপ তাঁকে বহিষ্কার করল দল। পাশাপাশি তিনি তৃণমূল নেতাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং তৃণমূল কংগ্রেস করার জন্য নিজে অনুতাপও করেছেন।

একইসাথে দলনেত্রীর বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বলতে থাকেন “গোরু পাচার, নারী পাচার, সোনা পাচার, কয়লা পাচার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জেলা তৃণমূল নেতারা । যতদিন দিদি ছিলেন ততদিন ঠিক ছিলেন, যতদিন থেকে পিসিমা হয়েছেন সেদিন থেকেই ধ্বংসের দিকে এগোচ্ছে দল । 2021 সালে দল আর থাকবে না । পুরুলিয়াতে একটি আসনও জিতবে না তৃণমূল ।” বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে যদি একের পর এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় তাহলে কিন্তু দলের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল হবে না জনমানসে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল শিবিরে নিষ্ক্রিয় হওয়ার সাথে সাথে দলের উৎসাহ অনেকাংশে কমে গিয়েছে।

পাশাপাশি বিভিন্ন নেতারাও শুভেন্দু অধিকারীর সঙ্গে চলে যাওয়ায় তৃণমূল শিবিরের ভাঙন আরও সুস্পষ্ট। অন্যদিকে শুভেন্দু অনুগামী হেভিওয়েট নেতা গৌতম রায় যেভাবে দল থেকে বহিষ্কারের পর তৃণমূলের বিরুদ্ধে বাছা বাছা অভিযোগ নিয়ে এসেছেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিরোধীরা কিন্তু দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগগুলি করে আসছে। এবার বহিষ্কৃত তৃণমূল নেতার কথায় প্রমাণ হচ্ছে কিন্তু বিরোধীদের অভিযোগ ভুল নয়।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!