এখন পড়ছেন
হোম > জাতীয় > দল ভেঙে এবার বিজেপির দিকে পা বাড়ালেন হেভিওয়েট নেতা, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে

দল ভেঙে এবার বিজেপির দিকে পা বাড়ালেন হেভিওয়েট নেতা, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় যখন ঘর ভাঙার আশঙ্কায় বিজেপি দিন কাটাচ্ছে, তখন অন্য রাজ্যে অবশ্য বিজেপির ভিত আরও পোক্ত হচ্ছে। পাশাপাশি, বাংলায় যখন বিজেপির ছাড়তে উদ্যত এক ঝাঁক নেতাকর্মী, ঠিক তখনই তেলেঙ্গানায় বিজেপির শক্তি বাড়াতে দলবদল করলেন তেলেঙ্গানার শাসকদলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে এসে যোগ দিলেন তেলেঙ্গানার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এতালা রাজেন্দর। দীর্ঘদিন ধরেই এতালা রাজেন্দরকে নিয়ে দলবদলের জল্পনা চলছিল।

অবশেষে সমস্ত জল্পনাকে বাস্তবায়িত করে তেলেঙ্গানা শাসকদল টিআরএস এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদানের পরে এতালা রাজেন্দর তেলেঙ্গানার শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। প্রসঙ্গত জানা যায়, গত পয়লা মে এতালা রাজেন্দরকে তেলেঙ্গানার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় সম্প্রতি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তেলেঙ্গানা রাজ্যের মেডাক জেলায় জোরজবরদস্তি জমি অধিগ্রহণ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এতালা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। একইসাথে তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছেন। শনিবারই এতালা রাজেন্দর সাংসদ পদ ছেড়ে দেন। এবং আজকে বিজেপিতে যোগদান করেন। এতালা অবশ্য আগেই জানিয়েছিলেন, টিআরএস ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। অন্যদিকে আজকে এতালা রাজেন্দরকে দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং জি কৃষ্ণ রেড্ডি।

তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী দল ছাড়ার পর অভিযোগ জানিয়ে বলেন, বেনামি চিঠির উপর ভরসা করে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি দলের পক্ষ থেকে তাঁকে বহিষ্কারের কোন কারণও জানানো হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তিনি পাননি। সব মিলিয়ে তেলেঙ্গানায় এবার ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করল বিজেপি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে টিআরএসের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে তেলেঙ্গানার শাসক দলে ভাঙন ধরে কিনা, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!