এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের যোগদান সভায় মুখ পুড়লো শাসকদল তৃণমূলের

দলের যোগদান সভায় মুখ পুড়লো শাসকদল তৃণমূলের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দরজায় কড়া নাড়ছে আগামী বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দল নিজেদের সদস্য সংখ্যা বাড়াতে ব্যস্ত হয়ে উঠেছে। অন্য দল থেকে সদস্য ভাঙিয়ে এনে নিজের দলে টানতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে গতকাল হুগলি জেলার পান্ডুয়াতে এক যোগদান চক্রের আয়োজন করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। জনৈক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন যে, তাঁকে ভুল বুঝিয়ে যোগদান সভায় নিয়ে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশেষ কোন উদ্দেশ্য নিয়েই এমন কাজ করেছেন এই বাসিন্দা।

প্রসঙ্গত গত ২০১৯ এর লোকসভা ভোটের নিরিখে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল বিজেপি। তাই আগামী বিধানসভা নির্বাচনে পান্ডুয়াতে দলকে মজবুত করার লক্ষ্যে নেমেছে তৃণমূল। এই পরিস্থিতিতে গতকাল রবিবার পান্ডুয়ার ফুটবল মাঠে তৃণমূলের পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সভার সামনে বড় বড় করে লেখা ছিল ‘তৃণমূলে যোগদান’। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, গতকাল বিভিন্ন দল থেকে কর্মীরা যোগদান করবেন তৃণমূলে। সেইমতো, যোগদানের আয়োজনও চলছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে যোগদান সভাস্থলে গতকাল জনৈক মহিলা এক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে, তাঁকে ভুল বুঝিয়ে সভায় এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তিনি আরও অভিযোগ করেছেন যে, তৃণমূলে যোগ না দেওয়ার কারণে তাঁকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ও হেনস্তার মুখে পড়তে হয়েছে তাঁকে।

স্থানীয় বাসিন্দা শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, রাখি শ্রমিকদের সরকারি সুবিধা পাইয়ে দেবার কথা বলে তৃণমূলের এই যোগদান সভায় আনা হয়েছিল। এরপর ঘটনাস্থলে গন্ডগোল বাঁধে, উত্তেজনায় ছড়াতে থাকে। সেসময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাঁকে সভাস্থল থেকে অন্য জায়গায় নিয়ে যায় পুলিশ। তিনি আরো অভিযোগ করেছেন যে, তাঁকে হেনস্থা পর্যন্ত করেছে তৃণমূল।

তবে, তৃণমূল শিবিরের পক্ষ থেকে, এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন যে, হয়তো ভুল বুঝেছেন এই মহিলা। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে এমন কথা বলেছেন। তবে এই ঘটনায় শোরগোল পরে যায় রাজনৈতিক মহলে। এই ঘটনা নিয়ে তৃণমূলকে যথেষ্ট ব্যঙ্গ ও কটাক্ষ করেছে বিজেপি শিবির।

এ প্রসঙ্গে পান্ডুয়া মণ্ডলের বিজেপি সভাপতি অশোক দত্ত জানালেন যে, তাঁরা অনেকদিন আগে থেকেই বলে আসছেন যে, তৃণমূল মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে থাকে। গতকাল মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসমাগম করেছিল তৃণমূল। জনৈক মহিলা তার প্রতিবাদ করেছেন। তবে তিনি বিজেপির কর্মী নন। গতকাল পান্ডুয়ার যোগদান সভায় এভাবে মুখ পুড়লো রাজ্যের শাসক দল তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!