এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দলীয় বৈঠকে কেন নেই দিলীপ! চাঁচাছোলা উত্তরে আসর মাতালেন সুকান্ত!

দলীয় বৈঠকে কেন নেই দিলীপ! চাঁচাছোলা উত্তরে আসর মাতালেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একরকম দল নয় এবং এই দুই দলের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে বলে মাঝেমধ্যেই নানা চর্চা হয়। রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস থাকলেও, সাংগঠনিক দিক থেকে তারা বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে বলে দাবি করে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে যখন একটি দলীয় বৈঠকে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তখন কেন সেখানে দেখা যায়নি দিলীপ ঘোষকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন, তাহলে কি বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে! আর এবার সেই প্রশ্নের চাঁচাছোলা জবাব দিয়ে রীতিমতো আসর মাতিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

 

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আপনাদেরকে বুঝতে হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক পার্থক্য। আমরা একটা সংগঠিত পার্টি। এখানে ৫৫ জন সাধারণ সম্পাদক হয় না। আপনারা এটা দেখেই অভ্যস্ত তো। তাই আপনাদের অসুবিধা হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে সুকান্ত মজুমদার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বিজেপিতে যাদের যা দায়িত্ব, তারা সেই দায়িত্ব পালন করেন। আর সেই অনুসারেই সমস্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে বিরোধী শিবির থেকে যতই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর তুলে ধরার চেষ্টা হোক না কেন, বিজেপি যে তা নিয়ে মোটেই ভাবিত নয় এবং সংগঠনকে শক্তিশালী করার কাজ যে প্রত্যেকটি নেতৃত্ব বিভিন্ন ক্ষেত্রে করেই চলেছে, তা স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!