এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় নেতার বিরুদ্ধেই মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ! অভিযোগ গেল মমতার কাছে!

দলীয় নেতার বিরুদ্ধেই মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ! অভিযোগ গেল মমতার কাছে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যে মহিলারা নিরাপদ নয়। এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারনে সাধারন মানুষ বিপর্যস্ত বলে দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে তাদের দলেরই এক মহিলা কর্মী দলের এক নেতার বিরুদ্ধে তুললেন ধর্ষণের অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে অভিযোগকারী ওই মহিলা গোটা বিষয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় শাসকদলের চাপ যে ক্রমশ বাড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, সম্প্রতি জঙ্গিপুরের কলেজ পড়ুয়া এক তৃণমূলের মহিলা কর্মীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। যেখানে সেই মহিলা মূল অভিযোগের আঙ্গুল তুলেন জেলায় তৃণমূলের শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক জয়নাল আবেদিনের বিরুদ্ধে। তবে দীর্ঘদিন তিনি এই ব্যাপারে নানা মহলে অভিযোগ জানানোর পরেও এখনও পর্যন্ত তার সুরাহা হয়নি বলেই দাবি। যার জেরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার এই ধরনের কুকীর্তি সামনে আসার কারণে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে ঘাসফুল শিবির। এদিকে এই ঘটনায় তিনি কোনো রকমের সুরাহা না হওয়ায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যে এই ব্যাপারে অভিযোগ জানিয়ে এসেছেন, সেই কথা জানিয়ে দিয়েছেন সেই মহিলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই গোটা ঘটনায় বিরোধীরা বাড়তি হাতিয়ার পেয়ে গেল। এতদিন বিরোধীদের পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, প্রশাসন সহ মহিলাদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু তৃণমূল বিরোধীদের সেই বক্তব্যকে মান্যতা দেয়নি। তবে তৃণমূলের এক মহিলা কর্মীকে যেভাবে ধর্ষণ করার অভিযোগ উঠল দলের এক নেতার বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে সরাসরি অভিযোগ পৌঁছে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বভাবতই গোটা ঘটনাকে কেন্দ্র করে দলগত বা প্রশাসনিকভাবে তৃণমূলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!