এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দুষ্কৃতী দৌরাত্ম বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি” মমতার উদ্দেশ্যে একি বললেন সুকান্ত!

“দুষ্কৃতী দৌরাত্ম বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি” মমতার উদ্দেশ্যে একি বললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত নির্বাচন এবং মনোনয়ন পর্বকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। শুধু তাই নয়, মনোনয়নের পরেও দিকে দিকে বিরোধী নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে কোচবিহারের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেসকে সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, যদি এই দুষ্কৃতী তাণ্ডব চলতে থাকে, তাহলে এর ভয়ংকর পরিণতি হবে। কারণ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে।

প্রসঙ্গত, এদিন কোচবিহারে বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা নিয়ে সোচ্চার হন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দেন তিনি। এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “কোচবিহার উদয়ন গুহর নেতৃত্বে দুষ্কৃতীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি অবিলম্বে এই দুষ্কৃতী তান্ডব বন্ধ করুন। যদি তা না হয়, তাহলে কিন্তু এর ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। কারণ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়। আমাকে আঘাত করলে আমার প্রতিরোধ, প্রতিবাদ এবং প্রতিঘাত করার অধিকার রয়েছে। ইতিহাস যদি কেউ অস্বীকার করেন, তাহলে তাকে কেউ মনে রাখে না। তাই মুখ্যমন্ত্রী এবং তার দলকে বলছি, দুষ্কৃতী তাণ্ডব অবিলম্বে বহন করুন। তা না হলে এর ভয়ঙ্কর পরিণতি হবে।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি রাখঢাক না করেই মুখ্যমন্ত্রী এবং তার দলকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। কেননা যেভাবে দিকে দিকে বিজেপি নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন, তাতে যে এই হামলা বন্ধ না হলে বিজেপিও যে চুপ থাকবে না, তা বুঝিয়ে দিতে চাইলেন সুকান্ত মজুমদার। স্বভাবতই রাজ্য সভাপতির এই মন্তব্যে মাঠে ময়দানে লড়াই করা বিজেপি নেতা কর্মীরা যে কিছুটা হলে উজ্জীবিত, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!