এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পৌরবোর্ড দখলে এলেই চমক দেবে বিজেপি, বড় প্রতিশ্রুতি এই হেভিওয়েটের!

পৌরবোর্ড দখলে এলেই চমক দেবে বিজেপি, বড় প্রতিশ্রুতি এই হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একের পর এক নির্বাচনে ক্রমশ মুখ থুবড়ে পড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সামনেই চারটি পৌরনিগমের নির্বাচন। যার মধ্যে রয়েছে আসানসোল। তবে বিজেপি আশাবাদী যে, আসানসোলে তাদের দখলেই থাকবে বোর্ড। আর এই পরিস্থিতিতে বোর্ড গঠন করার পর মানুষকে সুবিধা দিতে একাধিক প্রতিশ্রুতি পালন করা হবে বলে জানিয়ে দিলেন আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। যেখানে দুয়ারে কাউন্সিলর এবং পাড়ায় মেয়র প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। আর সেখানেই আসানসোল পৌরসভার বোর্ড গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করতে দেখা যায় তাকে। এদিন এই প্রসঙ্গে এই বিজেপি নেতা বলেন, “এবার পৌরসভার কাজের জন্য কাউন্সিলারের বাড়ি বা মেয়রের কাছে দৌড়াতে হবে না। পরিবর্তে দুয়ারে কাউন্সিলর বা পাড়ায় মেয়র প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড গঠন করলেই একগুচ্ছ সুবিধা মিলবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই জিতেন্দ্র তিওয়ারির এই মন্তব্যকে কেন্দ্র করে নানা মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, রাজ্য সরকার যেমন দুয়ারে সরকার প্রকল্প করছে, ঠিক তেমনই তার নকল করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপি ক্ষমতা দখলের আগেই বড় বড় স্বপ্ন দেখছে বলে কটাক্ষ তৃণমূলের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!