এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > দেশে বর্ষা আসার গতিপ্রকৃতি জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা, জেনে নিন

দেশে বর্ষা আসার গতিপ্রকৃতি জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে পর পর দুটি ঘূর্ণিঝড়ের সাথে দোসর ছিল প্রবল ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি। আর এবার আবহাওয়াবিদরা ইঙ্গিত দিয়েছেন বর্ষা আগমনের ব্যাপারে। বরাবরই পয়লা জুন দেশে বর্ষার আগমন ঘটে। কেরল দিয়ে বেশীরভাগ সময়ে বর্ষা দেশে ঢোকে। ইতিমধ্যেই আইএমডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবারেও সেই নিয়মের অন্যথা হবেনা। নিয়ম মেনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করতে চলেছে। আরব সাগরের উপর দিয়ে বর্ষার আগমন শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যা ভারতে বর্ষার আগমনকে ত্বরান্বিত করে তা এখন মালদ্বীপ-কমোরিন এলাকার কাছাকাছি রয়েছে।

যা বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও পূর্ব-মধ্য এলাকার মধ্যে রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে ইতিমধ্যেই মৌসুমী বায়ু সংক্রান্ত আবহাওয়ার হেরফের দেখা গিয়েছে। আবহাওয়াবিদদের দাবি, এবার হয়তো 31 শে মে’র আশেপাশে কেরলে বর্ষা ঢুকে যাবে। আপাতত বর্ষার উপযোগী আবহাওয়া তৈরি হতে শুরু করেছে। এর মধ্যেই আবহাওয়াবিদদের পক্ষ থেকে কেরলের উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সতর্কবাণী দেওয়া হয়েছে, উপকূলে আপাতত 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। একই সাথে প্রবল বৃষ্টি হবার সম্ভাবনা। বহু নিচু এলাকায় বন্যা হয়ে যাবার আশঙ্কা রয়েছে। আইএমডি ইতিমধ্যেই জানিয়েছে- কেরল, তামিলনাড়ুর কিছু অংশ এবং লাক্ষাদ্বীপে ঝড়ো হাওয়া বইতে পারে। পরপর দুটি সাইক্লোনের ধাকা সামলাতে না সামলাতেই এবার সামনে আসছে বর্ষার দিন। অতি বর্ষায় বন্যার আশঙ্কা তো রয়েছেই। সব মিলিয়ে এবার বর্ষা আগমনের নতুন প্রস্তুতি শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!