এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ বিজেপি হেভিওয়েটের

ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ বিজেপি হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিগত কয়েক দিন যাবত অতিবৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। অবিশ্রান্ত বৃষ্টি বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। রাজ্যে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ দুইয়ের সাঁড়াশি চাপে রাজ্যবাসীর অবস্থা সঙ্গীন। তারমধ্যে ডিভিসি জল ছাড়ায় রীতিমতো জলের তলায় চলে গিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। যার মধ্যে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর সহ অন্যান্য জায়গা রয়েছে। কার্যত ডিভিসির জল ছাড়া নিয়ে বিতর্ক জমে উঠেছে রাজ্য রাজনীতিতে।

বন্যা পরিস্থিতি নিয়ে এমনিতেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীর কথা বলেছেন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজ্যে বন্যা পরিস্থিতি হওয়ার পেছনে ডিভিসির জল ছাড়াকেই অন্যতম দোষী সাব্যস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এই নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লিখেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছে বঙ্গ বিজেপি শিবির। গতকালই শুভেন্দু অধিকারী ডিভিসির জল ছাড়া নিয়ে ব্যাপক কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনিও প্রধানমন্ত্রীকে ডিভিসি জল ছাড়ার ব্যাপার নিয়ে চিঠি লিখেছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তীব্র কটাক্ষ উগরে দিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়। কার্যত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন বলে জানিয়েছেন। এই বক্তব্যের পেছনে যে তীব্র কটাক্ষ রয়েছে তা বুঝতে অসুবিধা হয়না। কার্যত তথাগত রায় জানিয়েছেন, ডিভিসি থেকে বা যেকোনো জলাধার থেকে যে জল ছাড়া হয়, তা বর্ষারই জল।

তথাগত রায়ের পোস্টে অনেকেই কমেন্টস করেছেন। এবং প্রত্যেকেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর দাবি, হাওড়া, হুগলি সহ রাজ্যের বিভিন্ন জায়গা যে জলমগ্ন হয়েছে তা ডিভিসির ছাড়া জলের কারণে। যদিও ডিভিসিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা ইতিমধ্যেই জানিয়েছে, জল ছাড়ার বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েই করা হয়েছে। কার্যত ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিতর্ক শুরু রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!