এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য সরকারের কঠোর পদক্ষেপে তীব্র বিপাকে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী, হারাতে চলেছেন একাধিক গুরুত্বপূর্ণ পদ

রাজ্য সরকারের কঠোর পদক্ষেপে তীব্র বিপাকে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী, হারাতে চলেছেন একাধিক গুরুত্বপূর্ণ পদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০০৯ সালে তমলুকের সাংসদ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলেন তিনি। এখনও তিনি এই ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন। কাঁথি সমবায় ব্যাংক ছাড়াও কাঁথি কার্ড সমবায় ব্যাংক, বিদ্যাসাগর সেন্ট্রাল সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পূর্বে মন্ত্রিপদ ও বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের অভিযোগ, এখনো একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ ধরে রেখেছেন শুভেন্দু অধিকারী। এবার সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে অপসারিত করতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।

তৃণমূলের অভিযোগ, সম্পূর্ণ অবৈধ ভাবে একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ ধরে রেখেছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব বারবার পদক্ষেপ গ্রহণের দাবি করেছে। এ প্রসঙ্গে রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি জানান, রাজ্য সরকারের সমালোচনা করতে গেলে সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিতে হবে। ২০০৯ সাল থেকে শুরু করে টানা তিনবার সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। ২০১৭ সালে শেষবার চেয়ারম্যানের পদে নির্বাচিত হয়েছেন তিনি, যা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত বিষয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর জানিয়েছেন যে, সমবায় আইন এর ১১ নম্বর ধারা অনুসারে টানা তিনবার কাউকে সমবায় ব্যাংকের চেয়ারম্যান করা যায় না। কিন্তু এক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী। এরপরই শুভেন্দু অধিকারীকে সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের কাজ শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

রাজ্যের বর্তমান সমবায় মন্ত্রী অরূপ রায় এ প্রসঙ্গে জানালেন, শুভেন্দু অধিকারীকে সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিজেপিতে যোগদানের পর কলকাতা হাইকোর্টে এ বিষয়ে তিনি একটি মামলা করেছিলেন। যাতে সরকারি ভাবে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর নির্দেশ না দেওয়া যায়। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তিনি বহু অভিযোগ পেয়েছেন। সেই সমস্ত অভিযোগের তদন্ত করে দেখা হয়েছে। এবার সেই মর্মেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেন নি শুভেন্দু অধিকারী। এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন বিরোধী দলনেতা? সেদিকে দৃষ্টি থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!