এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার আলু-পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে জনসাধারণকে স্বস্তি দিতে বিশেষ পদক্ষেপ নিলেন মমতা, জেনে নিন!

এবার আলু-পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে জনসাধারণকে স্বস্তি দিতে বিশেষ পদক্ষেপ নিলেন মমতা, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম থেকেই কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার আলু এবং পেঁয়াজের অগ্নিমূল্য পরিস্থিতি নিয়ে যখন জনতা হাঁসফাঁস করছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ব্যাপারে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য আইনকে কার্যত কাঠগড়ায় তুলে রাজ্যের ক্ষমতা খর্বের ব্যাপারটি তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। বলাবাহুল্য এই আলু এবং পেঁয়াজের মূল্য বৃদ্ধির জোরে অনেকেই রাজ্য সরকারকে দায়ী করতে শুরু করেছেন।

তবে কৃষি আইনের কারণেই যে এই মূল্যবৃদ্ধি, এবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সেই বিষয়টি তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিতে একদিকে যেমন জনতার অভাব অভিযোগ উঠে এল, ঠিক তেমনই কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে তিনি আরও একবার সরব হলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি লিখে প্রমাণ করার চেষ্টা করলেন যে, তিনি জনতার অসুবিধা নিয়ে সব সময় প্রতিবাদ করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 22 সেপ্টেম্বর লোকসভায় কৃষি আইনের সংশোধনী বিল পাস হয়ে গিয়েছে। আর তারপর থেকেই মূল্যবৃদ্ধি চরম আকার নিয়েছে। এদিন কলকাতার বিভিন্ন জায়গায় আলু 38 থেকে 40 টাকা করে বিক্রি হতে দেখা গেছে। লঙ্কা 150 টাকা এবং ডিম 78 টাকা ডজন পর্যন্ত বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে প্রথম থেকেই সেই কৃষি আইনের বিরোধিতা করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

যার ফলে সংসদে ব্যাপক হট্টঘোলের সৃষ্টি হয়। আর পেঁয়াজ এবং আলুর মূল্যবৃদ্ধি যখন চরম আকার নিয়েছে, ঠিক তখনই এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কেন্দ্রকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের ক্ষমতা হরণ করা হয়েছে। নতুন আইন কৃষক ও জনসাধারণের স্বার্থবিরোধী। মজুতদারদের সুবিধার জন্য। মানুষ যাতে বাজারে সঠিক দামে জিনিস পান, তার জন্য অবিলম্বে রাজ্যগুলোর ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। একদিকে তিনি যেমন বোঝানোর চেষ্টা করলেন যে, তিনি এখনও পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন। ঠিক তেমনই কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলেন যে, এই আইন প্রনয়নের ফলেই মূল্যবৃদ্ধি হতে শুরু করেছে।

স্বাভাবিক ভাবেই রাজ্যের প্রশাসনিক প্রধান দেশের প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি লেখায় রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হতে শুরু করেছে। কৃষি আইনের বিরোধিতা করে যেভাবে এই মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কেন্দ্রের পক্ষ থেকে পাল্টা কি জবাব আসে, তা অবশ্যই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। তবে রাজ্যের হাতে ক্ষমতা দেওয়ার যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!