এবার অনুব্রতর গড়ে গুলিতে প্রাণ গেলো বিজেপি কর্মীর মায়ের, অভিযোগের তীর তৃণমূলের দিকে মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য October 22, 2019 বীরভূমের নানুর বরাবরই উত্তেজনা প্রবণ এলাকা। রাজনৈতিক হিংসা সেখানে লেগেই থাকে। ভোটের আগে বা পরে বলে নয়, যেকোনো সময় এখানে চলে হানাহানি। 2019 এর লোকসভা ভোটের পরবর্তীকালে নানুরে হানাহানির শিকার হন রাজনৈতিক কর্মীরা। এবার আবার রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হল নানুর। নানুরকে ঘিরে রাজনৈতিক মহল উত্তাল হয়ে উঠেছে। তৃণমূল বিজেপির সংঘর্ষে এবার প্রাণ গেল এক নিরীহ গ্রামবাসীর। দোষারোপের পালা যে চলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিন অনুব্রত মন্ডলের গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। আর এই সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক নিরীহ গ্রামবাসী। ঘটনাস্থলেই তিনি মারা যান। সোমবার দুপুরের ঘটনার পর থেকে রীতিমত থমথমে বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রাম ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনী। সোমবার সকাল থেকে হাট সেরান্দি গ্রামে দফায় দফায় বিজেপি ও তৃণমূল এর মধ্যে সংঘর্ষ বাঁধে। দুপুর গড়াতেই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে নানুরের হাটসেরান্দি গ্রামে। রীতিমতো রাজনৈতিক সংঘর্ষের আগুন জ্বলে ওঠে দু পক্ষের মধ্যে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এ হানাহানির মাঝে পড়েন শংকরী বাগদি নামে এক মহিলা। ঐ মহিলা গুলিবিদ্ধ হন ও সাথে সাথে অকুস্থলেই প্রাণ হারান তিনি। তাঁকে উদ্ধার করেন গ্রামবাসীরা। তবে মৃতদেহ অবস্থায়। ঘটনার পরে জানা যায় শংকরী বাগদি নামের ওই মহিলার ছেলে বিজেপির সক্রিয় কর্মী। তবে তাঁর পরিবারের অভিযোগ, রাজনৈতিক আক্রোশে তৃণমূল শংকরী বাগদীকে লক্ষ্য করেই গুলি চালায়। ঘটনার খবর পাওয়ার পর এই এলাকায় বিপুল পুলিশ বাহিনী পৌঁছে যায়। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। গোটা গ্রামে অশান্তি থামাতে বিরাট পুলিশ বাহিনী রয়েছে। গ্রামের ভেতর টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল বা বিজেপির তরফ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। নানুরের ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল বা বিজেপির তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে শাসক শিবিরের বিরুদ্ধে বিরোধী শিবির এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে নানুরে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য হল, যেকোন সংঘর্ষ ক্ষতিকারক। সংঘর্ষের ফলে প্রাণ যায় মানুষের। রাজনৈতিক দলের অনেক উর্ধ্বে মানুষের প্রাণ, সেটা আজ অনেকেই ভুলতে বসেছে। এ ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের নজর দেওয়া উচিত। নানুরের আজকের সংঘর্ষের ঘটনায় বিজেপি ও তৃণমূল দুই শিবিরে কড়া নজর রেখেছে। আপনার মতামত জানান -