এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার আপনার বাড়িতেই মদ পৌঁছে দেবে ফ্লিপকার্ট! কি করবেন আর কি করবেন না, জেনে নিন বিস্তারিতভাবে

এবার আপনার বাড়িতেই মদ পৌঁছে দেবে ফ্লিপকার্ট! কি করবেন আর কি করবেন না, জেনে নিন বিস্তারিতভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্চ মাসে লকডাউনের পর যখন প্রথমবার খুলেছিল মদের দোকান, সেই লাইন দেখে আমরা হয়ত চোখ কপালে তুলেছিলাম অনেকেই, তবে মানুষের চাহিদার দিকটা চোখ এড়াইনি ব্যবসায়ী সংস্থাগুলির। দিনের পর দিন ঘরে বসে থেকে মানুষের জীবনে যে অবসাদ এসেছে তা কিছুটা হলেও কাটিয়ে নিতে, নিজের পছন্দের পানিয়ে গলা ভেজাতে চাইছেন অনেকেই। আর সেই সুযোগে ফ্লিপকার্ট নিয়ে এসেছে নতুন কিছু সুযোগ।

মনোবিজ্ঞানীদের মতে বাড়ি বসে মানুষের মনে অবসাদ বাসা বাঁধছে। সেই সুযোগে বাড়ছে মদ্যপানের চাহিদা। তবে সব দোকান বন্ধ থাকায় মানুষের মধ্যে মদ্যপানের প্রবল চাহিদা লক্ষ্য করা যায়। তারপরই swiggy এবং zomato- এর মত অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি অনলাইন মদ বেচার সিদ্ধান্ত নেয়। তবে এবার সেই তালিকায় যোগ হলো ফ্লিপকার্ট-এর মত জনপ্রিয় সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শোনা যাচ্ছে হিপবার নামক আপের সাহায্যেই এবার থেকে এই কাজ করবে ফ্লিপকার্ট। বর্তমানে হিপবার ভারতের অন্যতম বৃহত্তম লিকার সংস্থাগুলির মধ্যে একটি। বেঙ্গালুরু সহ সমগ্র ভারতে এর ব্যবসা প্রসার করেছে। ২০১৫ সালে প্রসন্ন নটরাজন এবং প্রশান্ত ভেনকটা নামের দুই ব্যক্তি এই ব্যবসার সূত্রপাত করেন।

ফ্লিপকার্টে অর্ডার করলে হিপবার নামক এই সংস্থাটি আপনার বাড়িতে পৌঁছে দেবে আপনার পছন্দের পানিয়। তবে সেক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ আপনাকে মেনে চলতে হবে। প্রথমত আপনার ফোনে ফ্লিপকার্ট এবং হিপ বার এই অ্যাপটি থাকতে হবে। ফ্লিপকার্ট থেকেই আপনি অর্ডার করতে পারবেন। অর্ডার করার জন্য আপনার অনলাইন পেমেন্ট- এর সুবিধা থাকতে হবে।

সে ক্ষেত্রে ই-কমার্স ব্যবহারকারী মানুষেরা সুযোগ পাবেন। গত জুন মাসে আমাজন সর্বপ্রথম বাংলায় এই মদ ডেলিভারির লাইসেন্স পায়। বর্তমানে অনলাইন শপিং এর সঙ্গে সঙ্গে আপনার পছন্দের পানীয় আপনি কিনে ফেলতে পারবেন অনলাইনে। তাই সুবিধা নিতে আজই আপনার ফোনে ডাউনলোড করতে পারেন আপনার পছন্দের অ্যাপটি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!